সাড়ে চারশো উইকেটের মাইলফলকে এনামুল
কক্সবাজারে সিলেট ও ঢাকা বিভাগের মধ্যকার ম্যাচের খেলা বৃষ্টির কারণে হতে পারেনি দুদিন। বাকি দুদিনে ম্যাচ কারো পক্ষে বের করা প্রায় অসম্ভব। সেটা হয়ওনি। তবে ব্যক্তিগত মাইলফলকে পৌঁছে ম্যাচটিকে নিজের করে নিয়েছেন এনামুল হক জুনিয়র।
দ্বিতীয় বাংলাদেশি হিসেবে প্রথম শ্রেণীতে সাড়ে চারশো উইকেট পেতে এনামুলের দরকার ছিল আর দুই উইকেট। শেষ দিনের শেষ বিকেলে তা তুলে নিয়ে আব্দুর রাজ্জাকের পর পৌঁছে গেছেন সাড়ে চারশো উইকেটের ল্যান্ড মার্কে। ৫৪২ উইকেট নিয়ে এই তালিকায় সবার উপরে আছেন রাজ্জাক।
এনামুলের কৃতিত্ব ছাড়া এই ম্যাচে আসলে বলার মতো তেমন কিছু নেই। ক্যারিয়ারের শেষ মৌসুম খেলতে নামা রাজিন সালেহর ৯৬ ও জাকির হাসানের ৮৮ রানে ৯ উইকেটে ৩৫৫ রানে ইনিংস ঘোষণা করেছিল সিলেট বিভাগ। জবাবে নিজেদের ইনিংসে এনামুলের ছোবলে দ্রুত উইকেট হারায় ঢাকা বিভাগ। ৬ ওভার বল করে ৭ রানে ২ উইকেট নেন এনামুল জুনিয়র। তবে দিনের সময় ফুরিয়ে যাওয়ায় আর বিপদ বাড়েনি ঢাকার। ৩ উইকেটে ৫৫ রান তুলার পরই শেষ হয়ে যায় আলো।
সংক্ষিপ্ত স্কোর:
সিলেট বিভাগ: ৩৫৫/৯(ডিক্লে) (রাজিন ৯৬, জাকির ৮৮; শুভাগত ৩/৭২)
ঢাকা বিভাগ: ৫৫/৩ (সাইফ ২২; এনামুল জুনিয়র ২/৭)
ফল: ড্র
Comments