শেষ মুহূর্তের গোলে ম্যানইউর সঙ্গে ড্র করল চেলসি

ইংলিশ লিগে চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হাই ভোল্টেজ ম্যাচ ড্র হয়েছে। নানা নাটকীয়তায় ভরা ম্যাচের শুরুতে পিছিয়ে পড়েছিল ম্যানইউ। এরপর দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়ে ফরাসী স্ট্রাইকার অ্যান্থনি মার্শিয়ালের জোড়া গোলে উল্টো লিড নেয় তারা। কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে গোল করে ড্র নিয়েই মাঠ ছাড়ে অলব্লুজরা। ২-২ গোলে ড্র হয় ম্যাচটি।

ইংলিশ লিগে চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হাই ভোল্টেজ ম্যাচ ড্র হয়েছে। নানা নাটকীয়তায় ভরা ম্যাচের শুরুতে পিছিয়ে পড়েছিল ম্যানইউ। এরপর দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়ে ফরাসী স্ট্রাইকার অ্যান্থনি মার্শিয়ালের জোড়া গোলে উল্টো লিড নেয় তারা। কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে গোল করে ড্র নিয়েই মাঠ ছাড়ে অলব্লুজরা। ২-২ গোলে ড্র হয় ম্যাচটি।

স্ট্যামফোর্ড ব্রিজে শনিবার প্রথমার্ধে কোন দলই সুবিধা করে উঠতে পারেনি। তবে ২১ মিনিটে এগিয়ে যায় চেলসি। উইলিয়ানের ক্রস থেকে ফাঁকায় হেড করে লক্ষ্যভেদ করেন ডিফেন্ডার আন্টোনিও রুডিগা। প্রথমার্ধে এই একটি মাত্র শট ছিল লক্ষ্যে।

গোল শোধ করতে দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় ম্যানইউ। ৫৫ মিনিটে সফলও হয় দলটি। প্রথমে হুয়ান মাতার শট দারুণ দক্ষতায় ফিরিয়েছিলেন গোলরক্ষক কেপা আরিজাবালাগা। কিন্তু এরপর জটলা থেকে বল ঠিকভাবে বিপদমুক্ত করতে ব্যর্থ হলে বল দারুণ এক শটে জাল খুঁজে নেন মার্শিয়াল।

৬৬ মিনিটে ফাঁকায় হেড দিয়েছিলেন ডেভিড লুইস। কিন্তু লক্ষ্যে রাখতে পারেননি। ৭৩ মিনিটে এগিয়ে যায় রেড ডেভিলরা। মার্কাস র‍্যাশফোর্ডের পাস থেকে দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন মার্সিয়াল।

তবে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে ম্যানইউকে হতাশ করেন রস বার্কলি। লুইসের আরও একটি হেড ফিরে আসে বারে লেগে। ফিরতি বলে হেড নেন রুডিগা। দারুণ দক্ষতায় তা ফিরিয়ে দেন গোলরক্ষক দাভিদ দি হেয়া। কিন্তু ফিরতি বলে বার্কলির নেওয়া শট আর ফেরাতে পারেননি তিনি। ফলে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দলটিকে।

লিগে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি চেলসি। নয় ম্যাচে তাদের সংগ্রহ ২১ পয়েন্ট। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ১৪।   

Comments

The Daily Star  | English

‘Humanity must prevail’

Says UN as Israeli offensive in Gaza enters 12th month; Israeli attacks kill 61 in Gaza in 48 hours

23m ago