বিপদে পড়া দলকে আশা দেখাচ্ছেন কেবল ইমরুল
শুরুর বিপর্যয় কাটিয়ে দলকে আশা দিচ্ছিলেন ইমরুল কায়েস ও মোহাম্মদ মিঠুন। তবে কাইল জার্ভিসের তোপে ২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে গেছে বাংলাদেশ। তবে এখনো ক্রিজে থাকা ওপেনার ইমরুল কায়েসই দেখাচ্ছেন আশা।
৬৬ রানে ৩ উইকেট হারানোর পর মোহাম্মদ মিঠুনের সঙ্গে ৭১ রানের জুটি গড়েছিলেন ইমরুল। এরপরই ধস। ১৩৭ থেকে ১৩৯ রানে যেতেই নেই আরও ৩ উইকেট। কোন রান করতে পারেননি মাহমুদউল্লাহ, মাত্র ১ রান করে ফেরেন মেহেদী হাসান মিরাজ।
১৩৯ রানে ৬ উইকেট হারানো দলকে ফের দিশা দেওয়ার চেষ্টায় আছেন ইমরুল।
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, রাব্বির অভিষেক
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। অভিষেক হয়েছে ব্যাটিং অলরাউন্ডার ফজলে মাহমুদ রাব্বির।
এশিয়া কাপের ফাইনাল থেকে একাদশে একটা বদল অবধারিতই ছিল। জিম্বাবুয়ের বিপক্ষে স্কোয়াডেই ছিলেন না সৌম্য সরকার। তার জায়গা নিয়েছেন রাব্বি। জ্বরের কারণে খেলতে পারছেন না রুবেল হোসেন। তার জায়গায় অনেকদিন পর দলে এসেছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন।
চোটের কারণে এশিয়া কাপ থেকেই দলের বাইরে ছিটকে যাওয়া সাকিব আল হাসানের বদলি হিসেবে অভিষেক করানো হয়েছে ৩০ বছর বয়সী রাব্বিকে। বাঁহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যান চালিয়ে নেওয়ার মতো স্পিন করতে পারেন।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, ইমরুল কায়েস, ফজলে মাহমুদ রাব্বি, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি মর্তুজা, নাজমুল ইসলাম অপু ও মোস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশ: হ্যামিল্টন মাসাকাদজা, চেপাস জুয়াও, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর, শেন উইলিয়ামস, পিটার মোর, সিকান্দার রাজা, ডোনাল্ড ট্রিপানো, ব্রান্ডন মাভুটা, কাইল জার্ভিস, টেন্ডাই চাতারা।
Comments