ডিসেম্বরে অনন্ত জলিলের নতুন ছবির শুটিং

অনেকদিন ধরে আলোচনা হচ্ছিলো অনন্ত জলিলের নতুন চলচ্চিত্র ‘দিন: দ্য ডে’ নিয়ে। ইরান-বাংলাদেশ যৌথ প্রযোজনার এই চলচ্চিত্রটিতে প্রযোজনার পাশাপাশি অভিনয় করবেন অনন্ত জলিল। সম্প্রতি আনুষ্ঠানিক চুক্তি হলো ছবিটি নিয়ে।
ইরানের রাজধানী তেহরানের একটি হোটেলে এ চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সেসময় ঢাকার ইরানি সাংস্কৃতিক কেন্দ্রের সাবেক পরিচালক সাইয়েদ হোসাইনি, অনন্ত জলিল এবং মুমিত আল রশিদ ছাড়াও অনেকে উপস্থিত ছিলেন।
আগামী ডিসেম্বর থেকে ‘দিন: দ্য ডে’ ছবির শুটিং শুরু হবে বরেও জানানো হয় অনন্ত জলিলের পক্ষ থেকে। বলা হয়, পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানদের ওপর যে নির্যাতন হচ্ছে তার চিত্র তুলে ধরা হবে এই চলচ্চিত্রে।
এতে অনন্ত জলিলের বিপরীতে অভিনয় করবেন তার স্ত্রী ও অভিনেত্রী বর্ষা।
ছবিটির শুটিং হবে ইরান, বাংলাদেশ, লেবানন এবং সিরিয়াতে। তবে এর বেশিরভাগ শুটিং ইরানে হবে বলেও প্রযোজনা সংস্থাগুলোর পক্ষ থেকে জানানো হয়।
Comments