এল ক্লাসিকোতে নিষিদ্ধ হলেন রিয়ালের ব্রাজিলিয়ান তরুণ
দুর্দান্ত এক গোল দিয়ে দলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র। হার এড়ানো গোল দিয়ে দলের নায়ক তিনিই। কিন্তু এরপর ডাইভ দিয়ে পেলেন লাল কার্ড। অল্প সময়ের মধ্যেই ভিলেন বনে গেলেন এ তরুণ। ফলে এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছেন। স্প্যানিশ ফুটবলের নিয়ম অনুযায়ী তাই এক ক্লাসিকোতে বার্সেলোনার বিপক্ষে খেলতে পারবেন না এ ব্রাজিলিয়ান।
চলতি মৌসুমেই ফ্লামিঙ্গো থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন ভিনিসিয়াস। তবে দলের হয়ে ম্যাচ খেলার সুযোগ তেমন পাচ্ছেন না। চলতি মৌসুমে মাত্র দুটি ম্যাচে জায়গা পেয়েছেন। তাও বদলী খেলোয়াড় হিসেবে। তাই তাদের জুনিয়র ক্লাব রিয়াল মাদ্রিদ কাসতিয়ার হয়ে সেগুন্ডা ডিভিশনে খেলছিলেন তিনি। কিন্তু সে ম্যাচে লাল কার্ড দেখায় এল ক্লাসিকোতে খেলার স্বপ্নটা আপাতত পেছালো তার।
ম্যাচের ৮২ মিনিটে দারুণ এক ফ্রিকিকে রিয়াল মাদ্রিদ কাসতিয়াকে ম্যাচে ফিরিয়েছিলেন ভিনিসিয়াস। দুই মিনিট পর বল দখলের লড়াইয়ে ডিবক্সের কাছে ডাইভ দিয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে বহিষ্কার হন তিনি।
স্প্যানিশ ফুটবল ফেডারেশনের নিয়ম অনুযায়ী একজন খেলোয়াড় একই ক্লাবের সিনিয়র ও জুনিয়র দুই ক্লাবেই খেলতে পারেন। তেমনি কোন নিষেধাজ্ঞায় পড়লে তা বহাল হয় সব ক্ষেত্রেই। অর্থাৎ সেগুন্ডা ডিভিশনে লাল কার্ড দেখায় নিষিদ্ধ থাকবেন লা লিগাতেও। তাই রোববার বার্সেলোনার মতো গুরুত্বপূর্ণ ম্যাচের স্কোয়াডে থাকছেন না এ উইঙ্গার।
একবিংশ শতাব্দীতে জন্ম নেওয়া রিয়াল মাদ্রিদের সিনিয়র দলের প্রথম খেলোয়াড় ভিনিসিয়াস। ক্রিস্তিয়ানো রোনালদোর জায়গা পূরণে দলে নেওয়া হয়েছিল তাকে। তবে নিজেকে প্রমাণ করতে পারেননি। চলতি মৌসুমে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে প্রথম ম্যাচ খেলেন তিনি। গত সপ্তাহে ঘরের মাঠে লেভান্তের বিপক্ষে হারের ম্যাচে রিয়ালের ১৮ জনের সদস্যের তালিকায় ছিলেন এ তরুণ।
Comments