শিশিরের চিন্তায় মহাগুরুত্বপূর্ন হয়ে উঠছে টস

শীত আসি আসি করছে। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামটাও শহর থেকে খানিকটা বাইরে। অক্টোবর মাসের এই সময়ে সন্ধ্যা হলেই দেখা মেলে শিশিরের দাপট। বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় ম্যাচে তাই টসই হয়ে উঠতে পারে বড় নিয়ামক।
Bangladesh Team Practice
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

শীত আসি আসি করছে। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামটাও শহর থেকে খানিকটা বাইরে। অক্টোবর মাসের এই সময়ে সন্ধ্যা হলেই দেখা মেলে শিশিরের দাপট। বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় ম্যাচে তাই টসই হয়ে উঠতে পারে বড় নিয়ামক।

দু’বছর আগেই এই মাঠে এরকম সময়েই শিশিরের দাপটে ভুক্তভোগী হয়েছিল বাংলাদেশ। সেবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে আগে ব্যাট করে ২৭৭ রান করেও পার পাওয়া যায়নি। এই ভেন্যুত রান তাড়ার রেকর্ড গড়ে তা তুলে নেয় ইংল্যান্ড। দিনের বেলা স্পিন ধরলেও রাতের বেলা সেই স্পিনই হয়ে পড়েছিল অকেজো।

জিম্বাবুয়ে ইংল্যান্ডের মতো অতো শক্তিধর নয়। তবে শিশির খেলা শুরু করে দিলে প্রতিপক্ষের আলাপটা পেছনেই পড়ে যায়। বড় হয়ে উঠে শিশির। চট্টগ্রামের দুই ওয়ানডেতে তাই শিশিরের ভাবনা প্রভাব ফেলতে পারে একাদশ নির্বাচনেও।

তবে এমনিতে চট্টগ্রামের উইকেট মিরপুরের মতো অননুমেয় নয়। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মর্তুজাও তাই আশা করছেন বড় রান, ‘এখানে উইকেট ফেয়ার থাকে। ফ্লাট হয়। আরও বেশি রান হয়। সেক্ষেত্রে কোনো অঘটন না হলে বড় রান আশা করছি।’

খেলা শুরু হবে দুপুর আড়াইটায়। পুরো ৫০ ওভার খেলা হলে দ্বিতীয় ইনিংস শুরু হতে বেজে যাবে পৌনে সাতটা। এরকম সময়ে শিশিরে সয়লাব হয়ে যাওয়ার কথা মাঠের সবুজ গালিচা।

টস জিতলে তাই প্রায় নিশ্চিতভাবেই পরে ব্যাট করতে চাইবে যেকোনো দল। কিন্তু টসের উপর তো কারো হাত নেই। আগে ব্যাট করতে হলেও ভাবনাটা মাথায় রাখতে হচ্ছে,  ‘আমরা আগে ব্যাটিং করলে উইকেটে কতটুকু টার্ন হবে সেটা মেটার করবে। পরে ব্যাটিং করলে শিশির থাকবে। তখন আরও স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করা যাবে। আরেকরকম চিন্তা। সব মিলিয়ে খাসা পারফরম্যান্সের আশা করছি। ব্যাটিং-বোলিং দুই বিভাগ থেকেই।’

 

 

Comments

The Daily Star  | English

Political parties want road map to polls

Leaders of major political parties yesterday asked Chief Adviser Prof Muhammad Yunus for a road map to reforms and the next general election.

3h ago