খেলা

১০ হাজারের ঘরে মুশফিক

এদিন ওয়ানডেতে দ্রুততম ১০ হাজার রানের রেকর্ড গড়েছেন ভারতের বিরাট কোহলি। ক্রিকেট বিশ্বের নজর ওদিকেই। মুশফিকুর রহিমও এদিন পৌঁছালেন ১০ হাজারের ঘরে। তবে সেটা এক সংস্করণে নয়। দুটোর তুলনাও আসলে চলে না। তবে বাংলাদেশের বাস্তবতায় মুশফিকের অর্জনও কম না তিন সংস্করণ মিলিয়ে দেশের মাত্র তৃতীয় ক্রিকেটার হিসেবে এই মাইলফলকে যান তিনি।
Mushfiqur Rahim
ফাইল ছবি: এএফপি

এদিন ওয়ানডেতে দ্রুততম ১০ হাজার রানের রেকর্ড গড়েছেন ভারতের বিরাট কোহলি। ক্রিকেট বিশ্বের নজর ওদিকেই। মুশফিকুর রহিমও এদিন পৌঁছালেন ১০ হাজারের ঘরে। তবে সেটা এক সংস্করণে নয়। দুটোর তুলনাও আসলে চলে না। তবে বাংলাদেশের বাস্তবতায় মুশফিকের অর্জনও কম না তিন সংস্করণ মিলিয়ে দেশের মাত্র তৃতীয় ক্রিকেটার হিসেবে এই মাইলফলকে যান তিনি।

১০ হাজারে যেতে মুশফিকের দরকার ছিল আর মাত্র ২৫ রান। রান তাড়ায় দুই ওপেনারের বিশাল জুটিতে এক সময় তার নামা নিয়েই ছিল সংশয়। কিন্তু তড়িৎ দুই উইকেট পড়াতে ক্রিজে এসে খেলেছেন স্বচ্ছন্দে। ল্যান্ডমার্কে পৌঁছেছেন অনায়াসে।

সব সংস্করণ মিলিয়ে ১০ হাজার রান করা বাংলাদেশের অন্য দুজন হলেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। চোটের কারণে দুজনেই নেই দলে। সব মিলিয়ে ৩৫০ ইনিংস খেলে সাকিব আল হাসানের রান এখন ১০ হাজার ৫৪২। সবার উপরে আছেন তামিম। ১০ হাজার ছাড়িয়ে তিনি এখন এগারো হাজারের ঘরে। ৩৫৭ ইনিংস খেলে করেছেন ১১ হাজার ৮৮৪ রান। মুশফিক ১০ হাজারে গেলেন ৩৬১ ইনিংসে।

 

 

Comments

The Daily Star  | English

Onions sting

Prices of onion increased by Tk 100 or more per kg overnight as traders began stockpiling following the news that India had extended a virtual restriction on its export.

3h ago