গাজীপুর সিটি নির্বাচন

শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ, ফলাফলের অপেক্ষা

শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ।

শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ।

আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ করে নির্বাচন কমিশন।

সরেজমিনে ১৩টি কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটর উপস্থিতি ভালো ছিল। কোথাও কোনো ধরনের সহিংস পরিস্থিতি ঘটেনি।

এসব কেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি ছিল বেশি। ইভিএমের কারণে ভোটগ্রহণে ধীর গতি ছিল। ১৩টি কেন্দ্রের কোনোটি হাতি ও টেবিল ঘড়ি প্রতীকের এজেন্ট দেখা যায়নি।

স্বতন্ত্র ২ প্রার্থী আশঙ্কা করেছিলেন যে, ক্ষমতাসীন দল থেকে শক্তি প্রদর্শন করা হবে বা বিশৃঙ্খল কিছু হতে পারে, সেরকম কিছুই ঘটেনি।

এদিন সকালে ভোট প্রদান শেষে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আজমত উল্লা খান। সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা ও স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুনও ভোটগ্রহণ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

সেই সঙ্গে তার জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন জায়েদা খাতুন।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। এর মধ্যে এবার নতুন ভোটার হয়েছেন ৪১ হাজার ২৭২ জন।

Comments