সিলেটের নতুন মেয়র আনোয়ারুজ্জামান

আনোয়ারুজ্জামান
জয়ের ঘোষণায় আনোয়ারুজ্জামানকে শুভেচ্ছা জানাচ্ছেন সমর্থকরা। ছবি: শেখ নাসির/স্টার

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী জয়ী হয়েছেন।

আজ বুধবার বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে জালালাবাদ গ্যাস কো. লি. মিলনায়তনে গণনা শুরু হয়।

ভোট গণনা শেষে রাত সাড়ে ৯টায় রিটার্নিং কর্মকর্তা ও সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদের ফলাফল ঘোষণা করেন।

বেসরকারি ফলাফলে দেখা যায়, আনোয়ারুজ্জামান ১ লাখ ১৯ হাজার ৯৯১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির নজরুল ইসলাম পেয়েছেন ৫০ হাজার ৮৬২ ভোট।

এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাহমুদুল হাসান ১২ হাজার ৭৯৪ ভোট, জাকের পার্টির প্রার্থী জহিরুল আলম ৩ হাজার ৪০৫ ভোট পেয়েছেন।

স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে মোস্তাক আহমেদ রউফ মোস্তফা ২ হাজার ৯৫৯ ভোট, আব্দুল হানিফ কুটি ৪ হাজার ২৯৬ ভোট, সালাহ উদ্দিন রিমন ২ হাজার ৬৪৮ ভোট, শাহজাহান ২হাজার ৮৬৮ ভোট এবং মিজানুর রহমান ২ হাজার ৯৫৯ ভোট পেয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচনে ৪৬ দশমিক ৭১ শতাংশ ভোট পড়েছে।

নগরীর ৪২টি ওয়ার্ডে ১৯০ ভোটকেন্দ্রের ১ হাজার ৩৬৯ ভোটকক্ষে ইভিএম ভোটগ্রহণ হয়। 

নির্বাচনে মেয়র পদে মোট ৮ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৭৩ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Comments

The Daily Star  | English

India launches strikes on Pakistan, Islamabad vows retaliation

Islamabad claims missiles hit civilians, vows retaliation; at least three killed; intense shelling reported at some points along Kashmir border; Trump says he hopes the fighting ‘ends very quickly’

1h ago