ওয়েস্ট ইন্ডিজকে বিধ্বস্ত করে সিরিজ ভারতের

Ravi Bishnoi
উইকেট পাওয়া রবি বিষ্ণুইকে নিয়ে ভারতের উল্লাস

রোহিত শর্মা, সূর্যকুমার যাদবদের উড়ন্ত সূচনার উপর ইনিংস টেনে নিলেন রিশভ পান্ত, সঞ্জু স্যামসনরা। শেষ দিকে ক্যামিও খেললেন আকসার প্যাটেল। তাতে বড় পুঁজি পেয়ে যায় ভারত। যা টপকাতে গিয়ে নিকোলাস পুরান-রভম্যান পাওয়েলের ছোট্ট ঝড় ছাড়া ওয়েস্ট ইন্ডিজ ইনিংসে যেন কিছু নেই।

শনিবার ফ্লোরিডায় সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি হলো একপেশে। আগে ব্যাটিং পাওয়া ভারতের ১৯১ রানের জবাবে ক্যারিবিয়ানরা করতে পেরেছে কেবল ১৩২  রান। ৫৯ রানের বড় জয়ের সঙ্গে এক ম্যাচ বাকি থাকতে সিরিজও নিশ্চিত করেছে ভারত। রোববার একই ভেন্যুতে পঞ্চম ও শেষ ম্যাচ কেবলই আনুষ্ঠানিকতা। 

ক্যারিবিয়দের আটকে দিতে আর্শ্বদীপ সিং ১২ রানে নেন ৩ উইকেট। লেগ স্পিনার রবি বিষ্ণুই ২৭ রানে নিয়েছেন ২ উইকে। ১৭ রানে ২ উইকেট পেন পেসার আবেশ খান। ৪৮ রান দিলেও ২ উইকেট পেয়েছেন আকসারও।

১৯২ রান তাড়ায় নেমে দ্বিতীয় ওভারেই ব্র্যান্ডন কিংকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। তিন চারে ঝড়ের আভাস দিলেও আবেশ খানের বলে ফিরতি ক্যাচে বিদায় তার।

তিনে নেমে ডেভন থমাস টিকেছেন স্রেফ ৪ বল। চাপের মধ্যে নিকোলাস পুরান খেলা ঘুরিয়ে দিচ্ছিলেন। আকসারের এক ওভারে তিন ছয় আর এক চারে ২২ তুলে সরিয়ে ফেলেছিলে রানরেটের চাপ। ওই ওভারের শেষ বলে অহেতুক সিঙ্গেল বের করতে গিয়ে কাইল মেয়ার্সের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউটে কাবু তিনি। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক মাত্র ৮ বলেই করে যান ২৪।

অধিনায়ককে রান আউট করিয়ে টিকতে পারেননি মেয়ার্সও। ১৬ বল খুইয়ে ১৪ রান করে বাউন্ডারি লাইনে ধরা দেন তিনি।

পাওয়েলের উপর বড় ভরসা ছিল। কিন্তু ১৬ বলে তার ২৪ রানের ইনিংসও থেমেছে আকসারের বলে। শেমরন হেটমায়ার ঝড় তুললে পারেননি, জেসন হোল্ডার চেষ্টা চালিয়ে বেশিদূর আগাতে পারেননি। তিন অঙ্কে যেতেই ৬ উইকেট হারিয়ে ফেলে তারা। বাকিদের পক্ষে জেতার রাস্তা খোঁজা সম্ভব ছিল না। আর্শ্বদীপ সিং মুড়ে দেন লেজ।

এর আগে বৃষ্টিতে দেরিতে শুরু হওয়া ম্যাচে ব্যাটিং পেয়ে উত্তাল শুরু আনে ভারত। রোহিত-সূর্যকুমার মাতেন চার-ছয়ে। পঞ্চম ওভারে বিচ্ছিন্ন হওয়ার আগে এই জুটি এনে ফেলে ৫৩ রান। ভারত অধিনায়ক মাত্র ১৬ বলে ২ চার, ৩ ছক্কায় করে যান ৩৩।

পরের ওভারে ফেরেন ১৪ বলে ২৪ করা সূর্যকুমারও। এরপর রানের গতিও কমে যায়। ভারতের দুশো ছাড়ানোর পথে পড়ে বাধা। দীপক হুডা ১৯ বলে ২১ করে ফেরার পর পান্ত-স্যামসন জুটি এগিয়ে নেয় ভারতকে। তারা যোগ করেন ৩৮ রান।

ছক্কা মেরে ফিফটি করতে যাওয়া পান্তের বিদায়ে ভাঙে এই জুটি।  ৩১ বলে ৬ চারে ৪৪ করে থামেন পান্ত। ফিনিশারের ভূমিকায় এদিন ঝড় তুলা হয়নি দীনেশ কার্তিকের।

তবে স্যামসনের সঙ্গে মিলে পুষিয়ে দেন আকসার। এই স্পিনিং অলরাউন্ডার মাত্র ৮ বলেই করেন ২০ রান। স্যামসন অপরাজিত থাকেন ২৩ বলে ৩০ করে। তখন মনে হচ্ছিল উইকেট বিচারে কিছু রানের ঘাটতিই থেকে গেছে ভারতের। কিন্তু ছন্নছাড়া রান তাড়ায় লক্ষ্যের কাছেই যেতে পারেনি উইন্ডিজ।

Comments

The Daily Star  | English
Bangladesh vs Vietnam RMG exports

Can Bangladesh fend off Vietnam in RMG race?

Bangladesh's limited trade diplomacy, coupled with its slower shift towards value-added production, could allow Vietnam to surpass it in global rankings

10h ago