জুয়ার সাইটের প্রতিষ্ঠানের সঙ্গে  চুক্তি, শাস্তি পেতে পারেন সাকিব

BETWINNER  Shakib Al Hasan

অনলাইন জুয়ার সাইট বেটউইনারের অঙ্গপ্রতিষ্ঠান বেটউইনার নিউজের দূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন শীর্ষ তারকা সাকিব আল হাসান। কিন্তু বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা সাকিব বিসিবিকে এই ব্যাপারে কিছুই জানাননি, নেননি অনুমতি। একে তো অনুমতি নেননি, তারমধ্যে জুয়া সম্পর্কিত বিষয়ের সঙ্গে যুক্ত হওয়া স্পষ্ট নিয়ম লঙ্ঘন। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, তারা আগে সত্যতা যাচাই করবে। ঘটনা সত্য হলে সাকিবকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হবে।

ধূমপান, মাদক, জুয়া ইত্যাদি সম্পর্কিত কোন ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করার নিয়ম নেই বিসিবির। কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদেরও এই নিয়ম অনুসরণ করার বাধ্যবাধকতা আছে।

সাকিব সেটা অনুসরণ করেননি। গত ২ অগাস্ট তার স্বীকৃত ফেসবুক পেজে বেটউইনারের সঙ্গে চুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। বেটউইনারের পক্ষ থেকেও একই চুক্তির খবর প্রকাশ করা হয়।

বৃহস্পতিবার বোর্ড সভা শেষে বেরিয়ে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন জানালেন, এই ব্যাপারে তা একদমই অবগত নন। অবগত হলেও তারা এই চুক্তিতে সায় দিতেন না, 'আমাদের অনুমতি থাকার প্রশ্নই উঠে না। কারণ আমরা অনুমতি দিবই না। বেটিং যদি হয়ে থাকে দিবই তো না। এটার মানে হচ্ছে আমাদের কাছে অনুমতি চায় নাই। তাছাড়া আদৌও চুক্তিটা করেছে কিনা এটা আমার জানতে হবে।'

এমনটা হয়ে থাকলে সাকিবের কাছে নিয়মভঙ্গের কারণ জানতে চাইবে বিসিবি, 'আজকের সভায় এটা উঠেছিল। আমরা বলেছি এটা কোনভাবে সম্ভব না। এটা কীভাবে হয়?  দ্রুত এটা বের কর যে এটা হয়েছে কিনা। হলে দ্রুত জানতে চাও, নোটিস দাও যে কীভাবে এটা হলো। বেটিংয়ের কোন কিছুর সঙ্গে সম্পর্ক থাকলেও এটা তো বোর্ড এলাউ করবে না।'

'আমরা তো এটা জানিই না। এলাউ করার তো প্রশ্নই আসে না। তার সঙ্গে আমরা কথা বলব।'

বোর্ড প্রধান জানান, ক্রিকেট বোর্ড তো বটেই দেশের আইনেও এমনটা করা সম্ভব নয়। কাজেই এমনটা হয়ে থাকলে বিসিবি প্রয়োজনীয় ব্যবস্থা নিবে,  'ক্রিকেট বোর্ড শুধু না। এটা তো দেশের আইনও অনুমোদন করে না। তবে শুধু মাত্র ফেসবুক পোস্টের উপর নির্ভর না করে আমরা খুঁজে বের করতে চাই আগে। এটা সত্যি হয়ে থাকলে যা যা বোর্ডের করা দরকার তা অবশ্যই করবে।'

তিনবার জুয়াড়ির অনৈতিক প্রস্তাব গোপন করায় ও জুয়াড়ির সঙ্গে আলাপ চালানোয়  ২০১৯ সালে সব ধরণের ক্রিকেটের থেকে সাকিবকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল।  এবার জুয়া সম্পর্কিত সাইটের সঙ্গে জড়িয়ে আলোচনায় এলেন তিনি।

Comments

The Daily Star  | English

Chhatra Dal rally begins at Shahbagh

BNP’s Acting Chairman Tarique Rahman joined the rally virtually as the chief guest

3h ago