'ওয়ানডের তুলনায় টি-টোয়েন্টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে'

Mohammed Jalal Yunus
জালাল ইউনুস। ফাইল ছবি: বিসিবি

ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে বিশ্বব্যাপী চলছে নানামুখী আলোচনা। কারও মতে, ওয়ানডে বাতিল করে দেওয়া উচিত। আবার কেউ বলছেন, কয়েক বছরের মধ্যে হারিয়ে যাবে ওয়ানডে। এই বিতর্ক নিয়ে এবার মুখ খুলেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। তার মতে, সাদা বলের দুই সংস্করণের মধ্যে ওয়ানডের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে টি-টোয়েন্টি।

ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো তারকা বেন স্টোকস গত মাসে অবসর নেওয়ার পর থেকে ওয়ানডে ক্রিকেটের গুরুত্ব ও কার্যকারিতা নিয়ে আলোচনার সূত্রপাত। কিংবদন্তি সাবেক তারকা ওয়াসিম আকরামের পর উসমান খাওয়াজা, রবীচন্দ্রন অশ্বিন ও মঈন আলি এই সংস্করণের প্রতি ক্রিকেটারদের অনাগ্রহের কথা জানিয়েছেন। রবি শাস্ত্রী ও শহিদ আফ্রিদি পরামর্শ দিয়েছেন ওভার কমানোর। এমনকি ঘরোয়া টি-টোয়েন্টি লিগ আয়োজনের জন্য কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকা ঘোষণা দেয় অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সুপার লিগের পয়েন্ট ছেড়ে দেওয়ার।

সোমবার মিরপুরে সাংবাদিকদের কাছে জালাল বলেছেন, আইসিসির পরিকল্পনা দেখে বিসিবিরও মনে হচ্ছে রং হারাচ্ছে ওয়ানডে। বরং টি-টোয়েন্টি হয়ে উঠছে আরও গুরুত্বপূর্ণ, 'এখন দেখা যাচ্ছে যে ওয়ানডের তুলনায় টি-টোয়েন্টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। যেভাবে আইসিসির পরিকল্পনা চলছে, দেখা যাচ্ছে যে আস্তে আস্তে বিশ্ব ক্রিকেট ক্ষুদ্রতম সংস্করণের দিকে ঝুঁকবে, মনে হচ্ছে আমাদের।'

ওয়ানডেতে প্রতিপক্ষ দলগুলোর সমীহ পেলেও টি-টোয়েন্টিতে এখনও পায়ের তলায় মাটির খোঁজে আছে বাংলাদেশ। তাই বর্তমান পরিস্থিতি বিবেচনায়, টি-টোয়েন্টিকে আরও গুরুত্বের সঙ্গে নেওয়ার কথা জানিয়েছেন জালাল, 'টি-টোয়েন্টিকে আমাদের সিরিয়াসলি নিতে হবে। আমাদের সময় দিতে হবে। কারণ, আমাদের আবার নতুনভাবে টি-টোয়েন্টি নিয়ে চিন্তাভাবনা করতে হবে। সেজন্য আমাদের সময় দরকার।'

ওয়ানডে নিয়ে নানা নেতিবাচক কথা হলেও আইসিসি বলছে ভবিষ্যৎ সফরসূচিতে যথেষ্ট ওয়ানডেই রেখেছে তারা। তবে বিশ্লেষণ করে দেখা গেছে, আগামী ২০২৩-২০২৭ সালের চক্রে কমেছে ওয়ানডের সংখ্যা। বাতিল হয়ে যাচ্ছে ওয়ানডে সুপার লিগও।

Comments

The Daily Star  | English

High Court gets 25 new judges

SC sources said this is one of the largest batches of appointments to the HC in recent years

47m ago