ভারতের একাদশে কার্তিকের জায়গা হবে তো?

কাকে রেখে কাকে বাদ দিবে? ভারতের অবস্থা হয়েছে এমন। এশিয়া কাপের স্কোয়াড ঘোষণার পর আলোচনা, সমালোচনা তুঙ্গে। সঞ্জু স্যামসন, শ্রেয়াস আইয়ারের মতো ব্যাটসম্যানের জায়গা হয়নি দলে। তুমুল ছন্দে থাকা দিনেশ কার্তিক একাদশে থাকলেও ম্যাচ খেলার সুযোগ পাবেন কিনা তা নিয়ে আছে সংশয়।
এশিয়া কাপের জন্য সোমবার ১৫ জনের দল ঘোষণা করে ভারত। বিশ্রাম ও চোট কাটিয়ে তাতে ফিরেছেন বিরাট কোহলি, লোকেশ রাহুলরা। চরম বাজে ছন্দে থাকা কোহলিকে দলে রাখা নিয়েও উঠেছে প্রশ্ন।
কোহলি ফেরায় একাদশে দীপক হুডার জায়গা হবে না। অথচ হুডা গত বেশ কিছুদিন ধরেই দেখিয়েছেন নিজের ঝাঁজ।
এশিয়া কাপের দলে সহ-অধিনায়ক করা হয়েছে রাহুলকে। রাহুল খেললে তিনি রোহিতের সঙ্গে ওপেন করতেই নামবেন। সেক্ষেত্রে ওপেনিংয়ে নেমে দারুণ খেলা সূর্যকুমার যাদবকে নামতে হবে তিনি। চারে কোহলি খেললে পাঁচে নামানো হবে হার্দিক পান্ডিয়াকে।
ছয় নম্বর পজিশনের জন্য লড়াই তাই দুই কিপার রিশভ পান্ত ও কার্তিকের। কারণ সাত নম্বরে আছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। বাকি পজিশনগুলো বোলারদের। রিশভ পান্তকে অনেক বড় তকমা দেওয়া হয় ভারতীয় ক্রিকেটে। কয়েকদিন আগে তাকে অন্তর্বর্তী অধিনায়কও করা হয়েছিল। পান্ত সুযোগ পেলে বাইরে বসে থাকতে হবে কার্তিককে। অথচ গত আইপিএলে ১৬ ম্যাচে ৫৫ গড় আর টুর্নামেন্ট সেরা ১৮৩.৩৩ স্ট্রাইকরেটে করেছেন ৩৩০ রান। জাতীয় দলে ফিরেও অল্প বলের সুযোগে দেখাচ্ছেন নিজের কার্যকারিতা।
তবে প্রাক্তন ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত জানান, কার্তিককে থাকতে হবে অতিরিক্ত ব্যাটসম্যান হিসেবে। কেউ চোটে পড়লেই কেবল সুযোগ মিলতে পারে তার।
তার সঙ্গে দ্বিমত সাবেক উইকেট কিপার কিরন মোরের। কার্তিককে না খেলানোর কোন কারণ দেখছেন না তিনি, 'আমি একাদশ ঠিক করলে পান্ত ও কার্তিক দুজনকেই খেলাতাম। কার্তিককে বসিয়ে রাখতে হলে ওকে নিয়ে যাওয়ারই মানে নেই। দারুণ ছন্দে আছে সে। পান্ত সেখানে খুব সফল নয়, ব্যর্থ হয়েছে। তবে পান্ত দুর্দান্ত ক্রিকেটার। তাকেও খেলানো উচিত। আমি হুডাকে বসিয়ে রাখব। মিডল অর্ডারে খেলাব হার্দিক, পান্ত, কার্তিক আর জাদেজাকে।'
এদিকে পারফর্ম করেও দলে জায়গা পাননি আরেক কিপার ব্যাটসম্যান স্যামসন। রাজস্থান রয়্যালস অধিনায়ক জায়গা না পাওয়ায় নির্বাচকদের সমালোচনা করছেন ভারতের সমর্থকরা।
Comments