বিতর্কিত চুক্তি বাতিল না করলে সাকিবের সঙ্গে সম্পর্ক শেষ বিসিবির

BETWINNER  Shakib Al Hasan

শেষ পর্যন্ত কঠিন সিদ্ধান্তই নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বেটিং প্রতিষ্ঠান বেটউইনারের একটি অঙ্গ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল না করলে তার সঙ্গে সব ধরনের সম্পর্কের ইতি টানবে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। এজন্য তাকে এক দিনের সময় বেঁধে দিয়েছে তারা। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের এমনটাই বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

ধানমন্ডিতে নিজের কর্পোরেট অফিসে সাকিবের বিতর্কিত চুক্তি নিয়ে আগের মতোই নিজেদের কঠোর অবস্থানের কথা জানান বোর্ড প্রধান, 'সাকিবের ব্যাপারে দ্বিতীয় কোনো চিন্তা করার সুযোগ নেই। শুরু থেকেই বিসিবি বলে আসছে, এসব ব্যাপারে আমাদের অবস্থান জিরো টলারেন্স। যে যেভাবেই এটার ব্যাখ্যা দিক না কেন, কোনোভাবেই এটা মেনে নেওয়া যাবে না। এটার কোনো সুযোগই নেই। তখন (২০১৩ সালে) এজন্য আমাদের আশরাফুলের মতো খেলোয়াড়কেও বাদ দিতে হয়েছে।'

শেষ পর্যন্ত যদি তারকা অলরাউন্ডার সাকিব যদি সরে না আসেন, তাহলে কী হতে পারে সেটারও ব্যাখ্যা দেন পাপন, 'এটা তার ব্যাপার। আমরা একটা চিঠি দিয়েছি। এটা আজকের মধ্যে পাওয়ার কথা। কালকের (বুধবার) মধ্যেই পাওয়ার কথা ছিল। শুনেছি, সে আজ উত্তর দিবে বলেছে। তাই আজ আমরা অপেক্ষা করব। এরপর আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিব সে থাকবে কি থাকবে না।'

তিন দিন বাড়তি সময় নিলেও সাকিবের কারণে এশিয়া কাপের দল ঘোষণা করা যাচ্ছে না। কারণ, আসন্ন প্রতিযোগিতায় তাকে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব দেওয়ার আলোচনা চলছিল। বিসিবি সভাপতি বলেন, 'যতক্ষণ পর্যন্ত আমরা হাতে লিখিত কাগজ না পাব, আমরা যে চিঠি দিয়েছি, সেটার জবাব না পাব এবং সেটা সন্তোষজনক না হওয়া পর্যন্ত আমরা ওকে দলে নেওয়ার সুযোগ দেখি না।'

এ প্রসঙ্গে তিনি যোগ করেন, '(বেটিং সাইটের সঙ্গে) কোনোরকম সম্পৃক্ততা থাকলে সম্ভব নয়। সম্পূর্ণভাবে ওখান থেকে বের হয়ে আসতে হবে। নইলে আমাদের দলেই থাকবে না, অধিনায়কত্ব তো পরের ব্যাপার। দলে থাকারই সুযোগ নেই। এটা নিয়ে কোনো আলোচনারই সুযোগ নেই। সিদ্ধান্ত আগে থেকেই নেওয়া এবং আমাদের ভাবনায় আমরা পরিষ্কার।'

চুক্তি বাতিল না করলে সাকিবকে দলে রাখা তো দূরের কথা, তার সঙ্গে সম্পর্কই রাখবে না বিসিবি, 'বোর্ডের সঙ্গেই কোনো সম্পর্ক থাকবে না (সাকিবের)। বেটিংয়ের সঙ্গে যার কোনোরকম সম্পর্ক আছে, এরকম কারও বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে কোনো সম্পর্ক থাকার প্রশ্নই ওঠে না।'

গত ২ আগস্ট অনলাইন জুয়ার সাইট বেটউইনারের অঙ্গপ্রতিষ্ঠান বেটউইনার নিউজ পোর্টালের শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হন সাকিব। জুয়া সম্পর্কিত কোনোকিছুর সঙ্গে যুক্ত হওয়া বিসিবির নিয়মনীতি ও দেশের আইনের বিরোধী। কঠোর বিধিনিষেধ রয়েছে আইসিসি থেকেও।

মাদক, জুয়া ইত্যাদি সম্পর্কিত কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করার নিয়ম নেই বিসিবির। কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদেরও একই নিয়ম অনুসরণের বাধ্যবাধকতা আছে। তাই বাংলাদেশের শীর্ষ ক্রিকেটার হলেও শুরু থেকেই সাকিবের চুক্তির বিপরীতে শক্ত অবস্থানে রয়েছে বোর্ড।

Comments

The Daily Star  | English

Rising tea prices bring new life to northern growers

Better rates, higher yields, and improved quality are revitalising tea cultivation

11h ago