টানা পাঁচ হারের পর জিতল ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতার পর এই সংস্করণেও উল্টো পথে ছুটছিল ওয়েস্ট ইন্ডিজ।
Brandon King
ম্যাচ জেতানো ফিফটি করেন কিং

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতার পর এই সংস্করণেও উল্টো পথে ছুটছিল ওয়েস্ট ইন্ডিজ। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জিততে পেরেছিল কেবল এক ম্যাচ, পরে নিউজিল্যান্ডের বিপক্ষে নেমেও প্রথম দুই ম্যাচে হার। অবশেষে জয়ের দেখা পেল তারা।

রোববার রাতে জ্যামাইকায় তৃতীয় ও শেষ ম্যাচটি জিতে কেবল হোয়াইওয়াশ এড়াতে পেরে স্বাগতিকরা। ৮ উইকেটে জয়ের দিন ক্যারিবিয়ান একাদশেও ছিল বড় এক বদল। গুরুত্বহীন হয়ে পড়ায় শেষ ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল নিয়মিত অধিনায়ক নিকোলাস পুরানকে, তার বদলে অধিনায়কত্ব সামলেছেন রভম্যান পাওয়েল।

প্রথম দুই ম্যাচে ১৮৫ ও ২১৫ রানের পাহাড় গড়া কিউইরা এদিন আটকে যায় ১৪৫ রানে। ওই রান তাড়ায় ক্যারিবিয়ানদের দিশা দেখান ওপেনার ব্র্যান্ডন কিং, মন্থর ফিফটি করে অবশ্য চাপ বাড়িয়েছিলেন শারমাহ ব্রোকস। অধিনায়ক পাওয়েল নেমে ১৫ বলে ২৭ করে তা পুষিয়ে দলকে এক ওভার আগেই লক্ষ্যে নিয়ে যান। এতে টানা পাঁচ হারের পর জয়ের দেখা পায় ক্যারিবিয়ানরা। গত ৮ ম্যাচের মধ্যে তারা জিতল কেবল দুই ম্যাচ।

টস জিতে ব্যাট করতে যাওয়া কিউই ইনিংসে শুরুর ধাক্কা দেন বাঁহাতি স্পিনার আকিল হোসেইন। পাওয়ার প্লের মধ্যে তিনি ফিরিয়ে দেন মার্টিন গাপটিলকে, পরে তুলে নেন মিচেল স্যান্টনারকেও।

ডেভন কনওয়ে থিতু হয়ে উইকেট দেন হেইডেন ওয়ালশ জুনিয়রের বলে। অধিনায়ক কেইন উইলিয়ামসকেও থিতু হওয়ার পর কাবু করেন ডমিনিক ড্রেকস। নিউজিল্যান্ডকে টেনে নেন মূলত গ্লেন ফিলিপস। তার ২৬ বলে ৪১ রানের ইনিংসে বলার মতো পুঁজি পায় সফরকারীরা।

রান তাড়ায় গিয়ে দারুণ সব শটে খেলা নিজেদের মুঠোয় নিতে থাকেন কিং। ব্রোকসের সঙ্গে  ওপেনিং জুটিতে ৭৯ বলে আসে ১০২ রান। যাতে ৩৫ বলে ৫৩ রানই কিংয়ের। মন্থর খেলা ব্রোকস ৪৪ বলে তুলেন ৪২। কিং আউট হওয়ার পরও ব্রোকস গতি আনতে পারেননি। ৫৯ বলে তিনি থামেন ৫৬ করে।

তিনে নেমে ডেভন টমাস তড়িঘড়ি ফিরলেও সমস্যা হয়নি পাওয়েলের কারণে। ভারপ্রাপ্ত অধিনায়ক ২টি করে ছক্কা-চার মেরে সমীকরণ করে দেন সহজ।

টি-টোয়েন্টি সিরিজের পর এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড।

Comments

The Daily Star  | English

Protest over students' death: Cuet to reopen on May 12

The Chittagong University of Engineering and Technology (Cuet), which was closed following a student protest over the death of two students in a road accident, will reopen on May 12.

34m ago