'সাকিব ইস্যুতে বোর্ডও সমান দায়ী'

গত কয়েকদিন ধরেই উত্তাল দেশের পুরো ক্রিকেট অঙ্গন। জুয়ার সাইটের অঙ্গ প্রতিষ্ঠানের সঙ্গে সাকিব আল হাসানের জড়িত থাকার বিষয়টিই এর মূল কারণ। তবে পরে এ চুক্তি থেকে সরে এসেছেন। তবে তার অপকর্মের জন্য শাস্তি পাওয়ার পরিবর্তে উল্টো বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছে তাকে।
Shakib Al Hasan
বোর্ড সভাপতির বাসা থেকে বেরিয়ে যাওয়ার সময় হাসি মুখে সাকিব আল হাসান। ছবি: বিসিবি

গত কয়েকদিন ধরেই উত্তাল দেশের পুরো ক্রিকেট অঙ্গন। জুয়ার সাইটের অঙ্গ প্রতিষ্ঠানের সঙ্গে সাকিব আল হাসানের জড়িত থাকার বিষয়টিই এর মূল কারণ। তবে পরে এ চুক্তি থেকে সরে এসেছেন। তবে তার অপকর্মের জন্য শাস্তি পাওয়ার পরিবর্তে উল্টো বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছে তাকে।

সাকিবের এমন অপকর্মের বিষয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলতে গিয়ে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) সমানভাবে দায়ী করেছেন ইএসপিএনক্রিকইনফো-এর বাংলাদেশের প্রতিনিধি মোহাম্মদ ইসাম।

দ্য ডেইলি স্টার সেন্টারে একটি ভিডিও পডকাস্ট চলাকালীন সাকিবের ক্রিয়াকলাপ সম্পর্কে ইসাম বলেছেন, 'এটা অবশ্যই একটি প্যাটার্ন। কয়েক বছর ধরে, সে এমন অনেক কর্মকাণ্ড করে যাচ্ছেন (যেগুলো ছিল প্রশ্নবিদ্ধ)। ২০১১ বিশ্বকাপে, তিনি এক ভক্তকে (মধ্যমা) আঙুল দেখিয়েছিলেন। এটা নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছিল। সে একের পর এক এই ধরনের ঘটনা ঘটিয়েছে।'

'শুরু থেকেই, সে মাঠেই তার সমস্ত ক্ষোভ এবং ক্ষোভের বিষয়গুলো তুলে ধরে। সে স্টাম্পকে লাথি দিয়েছে (২০২১ সালে প্রিমিয়ার লিগে মোহামেডান-আবাহনীর মধ্যকার একটি ম্যাচে) এবং দক্ষিণ আফ্রিকা সফরে (মার্চ-এপ্রিল মাসে) সমস্যা তৈরি করেছিলেন। প্যাটার্ন। এটা খুবই দুর্বল ক্রিকেট বোর্ডের প্যাটার্ন,' যোগ করেন ইসাম।

সাকিব বোর্ড থেকে অগ্রাধিকার পান কিনা জানতে চাইলে ইসাম বলেন, 'বোর্ডের সঙ্গে লড়াইয়ের পর আমি কাউকে সরে যেতে দেখিনি। তামিম ইকবাল ২০১৮ সালে একটি কোম্পানিতে চুক্তিবদ্ধ হওয়ার কথা ভেবেই অনেক যন্ত্রণা পেয়েছেন। হতে পারে কেউ তামিমকে ভুল উদ্ধৃতি দিয়েছিলেন এবং তিনি সমস্যায় পড়েছিলেন। মাশরাফি বহুবার সমস্যায় পড়েছেন। মুশফিক কিছুটা সাহস দেখিয়েছেন এবং ২০১২ বিপিএলে অর্থপ্রদানের বিষয়ে কথা বলেছেন এবং তখন তাকে সফর থেকে বাদ দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল।'

সাকিবই বাংলাদেশ এখন পর্যন্ত তৈরি করা সেরা ক্রিকেটার সে বিষয়টি মেনে নিয়েছেন ইসাম, তবে বিসিবিকে সাকিবের আচরণের দিকে নজর দেওয়ার আহ্বান জানান তিনি, 'অবশ্যই, ক্লাসের প্রথম ছেলেটির সঙ্গে সবাই আলাদা আচরণ করে এবং এটি বোধগম্য। কিন্তু যদি সেই ছেলেটি ১০-১৫ বার (সন্দেহজনক) কাজ করে থাকে, তাহলে আপনাকে সেই ছেলেটির জীবনধারা এবং শৃঙ্খলা সম্পর্কে ভাবতে হবে।'

Comments

The Daily Star  | English

NBR suspends Abdul Monem Group's import, export

It also instructs banks to freeze the Group's bank accounts

54m ago