ক্রিকেট

এশিয়া কাপের জন্য আফগানিস্তান দল ঘোষণা

এশিয়া কাপকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অলরাউন্ডার মোহাম্মদ নবীকে অধিনায়ক করে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।

এশিয়া কাপকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অলরাউন্ডার মোহাম্মদ নবীকে অধিনায়ক করে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।

চলমান আয়ারল্যান্ড সফরে থাকা ১৬ সদস্যের স্কোয়াড থেকে পরিবর্তন রয়েছে একটি। শারাফুদ্দিন আশরাফের স্থলাভিষিক্ত হয়েছেন সামিউল্লাহ শিনওয়ারি। তবে স্টান্ডবাই হিসেবে রিজার্ভ দলের অংশ শারাফুদ্দিন। এছাড়া দলে যুক্ত হয়েছেন স্পিনার নূর আহমেদ।

স্কোয়াড সম্পর্কে প্রধান নির্বাচক নূর মালিকজাই বলেছেন, 'এশিয়া কাপ আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট এবং সেই হিসেবে আমরা আমাদের সেরা খেলোয়াড়দের বেছে নিয়েছি। এশিয়া কাপের জন্য সামিউল্লাহ শিনওয়ারিকে দলে যোগ করা হয়েছে। খুব ভালো ফর্মে আছে সে এবং ব্যাটিং বিভাগকে আরও শক্তিশালী করতে পারবে।'

দুবাইয়ের দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২৭ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করবে মোহাম্মদ নবীর নেতৃত্বাধীন দল। ৩০ আগস্ট দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে দলটি।

আফগানিস্তান স্কোয়াড: মোহাম্মদ নবী (অধিনায়ক), নজিবুল্লাহ জাদরান, আফসার জাজাই, আজমতুল্লাহ ওমরজাই, ফরিদ আহমেদ মালিক, ফজলহক ফারুকী, হাশমতুল্লাহ শাহিদি, হজরতুল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, করিম জানাত, মুজিব উর রহমান, নাজিবুল্লাহ জাদরান, নাভিন উল হক, নূর আহমেদ, রহমানুল্লাহ গুরবাজ, রশিদ খান ও সামিউল্লাহ শিনওয়ারি।

স্ট্যান্ডবাই: নিজাত মাসুদ, কায়েস আহমেদ ও শারাফুদ্দিন আশরাফ।

Comments

The Daily Star  | English

US Visa Policy: Some officials in admin, police ill at ease

A section of officials in the administration and police have a feeling of unease over the US visa curbs, but they would not publicly admit it.

5h ago