রাবাদা-নরকিয়ার ঝাঁজের পর বৃষ্টির বাগড়া

বুধবার লর্ডস টেস্টের প্রথম দিনে খেলা হয়েছে কেবল ৩২ ওভার। তাতে ১১৬ রান তুলতে ৬ উইকেট হারিয়ে ফেলেছে ইংল্যান্ড।
Anrich Nortje
ছবি- সংগ্রহ

আবহাওয়া ছিল পেসারদের জন্য অনুকূল। এমন পরিস্থিতিতে আগে বোলিং বেছে ভয়ংকর হয়ে উঠলেন  কাগিসো রাবাদা আর আনরিক নরকিয়া। অলি পোপের লড়াই বাদ দিলে প্রোটিয়া পেসারদের ঝাঁজে ছাই ইংল্যান্ডের ব্যাটিং।

বুধবার লর্ডস টেস্টের প্রথম দিনে খেলা হয়েছে কেবল ৩২ ওভার। তাতে ১১৬ রান তুলতে ৬ উইকেট হারিয়ে ফেলেছে ইংল্যান্ড। বৃষ্টির প্রকোপ তীব্র হওয়ায় দিনের বাকি দুই সেশনেই ছিল বৃষ্টির দাপট। 

টস জিতে বোলিং বেছে তৃতীয় ওভারেই সাফল্য পায় দক্ষিণ আফ্রিকা। আলেক্স লিসকে উইকেটের পেছনে ক্যাচ বানান রাবাদা। দলের নবম ওভারে কাবু জ্যাক ক্রলে। ৯ রান করা ক্রলি রাবাদার বলে ধরা দেন এইডেন মার্কামের হাতে।

জো রুট ক্রিজে এসে প্রতিরোধের চেষ্টায় ছিলেন। পোপের সঙ্গে তার জুটি জমতে পারত। কিন্তু জুটিতে ১৭ তুলার পর মহামূল্যবান উইকেট পেয়ে যান মার্কো ইয়ানসেন। ১৭  বলে ৮ করা  রুটকে এলবিডব্লিউ করে দেন তিনি।

খানিক পর বিস্ফোরক জনি বেয়ারস্টোকে বোল্ড করে দেন নরকিয়া। এরপর কিছুটা প্রতিরোধ আসে। পোপের সঙ্গে মিলে দাঁড়িয়ে যান অধিনায়ক বেন স্টোকস। কিন্তু থিতু হতেই বিদায় নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক। ৪ বাউন্ডারিতে ৩০ বলে ২০ রান করা স্টোকসকেও তুলে নেন নরকিয়া।

কিগান পিটারসেনের হাতে ধরা দেওয়া স্টোকসের আউটে ৪৫ রানের জুটি। বেন ফোকসকে থিতু হওয়ারই সুযোগ দেননি নরকিয়া। তাকেও ভেতরে ঢোকা বলে বোল্ড করে দেন তিনি।

ইংল্যান্ড ১১৬ রানে ৬ উইকেট হারানোর পর বৃষ্টির কারণে আবার বন্ধ হয়ে যায় খেলা।

Comments

The Daily Star  | English

Create right conditions for Rohingya repatriation: G7

Foreign ministers from the Group of Seven (G7) countries have stressed the need to create conditions for the voluntary, safe, dignified, and sustainable return of all Rohingya refugees and displaced persons to Myanmar

7h ago