৮ বছর পর নিউজিল্যান্ডকে ওয়ানডেতে হারাল ওয়েস্ট ইন্ডিজ

জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফদের তোপে দেড় বছর পর ওয়ানডেতে অলআউট হওয়ার স্বাদ পেল নিউজিল্যান্ড। তাদের দুশোর ভেতর আটকে দিয়ে শারমাহ ব্রোকসের ব্যাটিং ঝলকে জয় তুলে নিল ক্যারিবিয়ানরা। এতে করে ৮ বছর পর ৫০ ওভারের সংস্করণে নিউজিল্যান্ডকে হারালো ওয়েস্ট ইন্ডিজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো পেয়ে গেল সুপার লিগে ১০ পয়েন্ট।
বুধবার রাতে বার্বাডোজে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে দেয় ক্যারিবিয়ানরা।
ম্যাচের এই ফলে বড় ভূমিকা রাখে উইকেট। ব্রিজটাউনের কেনসিংটন ওভালে স্পিনাররা নেন বড় ভূমিকা। পেসাররাও তাল মিলান। নিউজিল্যান্ড আটকে যায় ১৯০ রানে। ১১ ওভার আগে ওই রান তাড়া করে ফেলে স্বাগতিক দল। ৯১ বলে ৭৯ করে দলের জয়ে বড় ভূমিকা রাখা ব্রোকস হন ম্যাচ সেরা।
এর আগে জেতার ক্ষেত্র তৈরি করে দেন বোলাররাই। বাঁহাতি স্পিনে আকিল নেন ২৮ রান ৩ উইকেট। ৩৬ রানে ৩ উইকেট নেন পেসার আলজারি। ৩৯ রান ২ উইকেট পান হোল্ডার।
টস হেরে ব্যাট করতে নেমে কিউইদের শুরুটা ছিল জুতসই। নবম ওভারে ভাঙে তাদের উদ্বোধনী জুটি। আকিলের বলে নিকোলাস পুরানের হাতে জমা পড়েন ২৪ বলে ২৫ করা ফিন অ্যালেন।
খানিক পর অভিজ্ঞ মার্টিন গাপটিলকেও তুলে নেন আকিল। ১৫ বলে স্রেফ ৪ রান করে ডেভন কনওয়েও শিকার হন আকিলের।
৬৩ রানে হারানো দলকে দিশে দিতে পারতেন কেইন উইলিয়ামসন, টম ল্যাথামরা। থিতু হওয়ার আগে বিদায় নেন ল্যাথাম। থিতু হয়ে আলজেরির বলে কাবু হন ড্যারেল মিচেল। আশা ভরসা হয়ে এক প্রান্ত আগলে রাখা উইলিয়ামসনকেও শিকার ধরেন আলজেরি।
নিউজিল্যান্ড অধিনায়ক আউট হন ৫০ বলে ৩৪ রান করে। শেষ দিকে মিচেল স্যান্টনার ২৫ ও টিম সাউদি ১২ করলে দুশোর কাছে যেতে পারে সফরকারীরা।
রান তাড়ায় তৃতীয় ওভারেই কাইল মেয়ার্সকে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। শেই হোপও ফিরে যান থিতু হয়ে। কেসি কার্টি নেমে টিকতে পারেননি। তবে ব্রোকস টেনে নেন দলকে। পুরানের সঙ্গে ৭৫ রানের জুটি পান তিনি। এতেই ম্যাচ চলে আসে পকেটে। ট্রেন্ট বোল্টের বলে ৭৯ করে ব্রোকস আউট হয়ে গেলেও দলকে লক্ষ্যে পৌঁছে দিতে কোন সমস্যা হয়নি জার্মেইন ব্ল্যাকউড ও জেসন হোল্ডার।
Comments