ওয়ানডে বিলুপ্তির আলাপই ‘ফালতু’, বললেন রোহিত

বর্তমান ক্রিকেটারদের অনেকে বলছেন, ওয়ানডে নিয়ে তাদের আগ্রহ তলানিতে। তবে এই আলোচনা একেবারেই ‘ফালতু’ লাগছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। কোন সংস্করণ নিয়েই শঙ্কা দেখছেন না তিনি।
Rohit SHarma
ফাইল ছবি: এএফপি

সাবেক ক্রিকেটারদের কেউ বলছেন ওয়ানডে ক্রিকেট আর রাখার দরকার নেই। কেউ বলছেন কমিয়ে আনা হোক ওভার সংখ্যা। বর্তমান ক্রিকেটারদের অনেকে বলছেন, ওয়ানডে নিয়ে তাদের আগ্রহ তলানিতে। তবে এই আলোচনা একেবারেই 'ফালতু' লাগছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। কোন সংস্করণ নিয়েই শঙ্কা দেখছেন না তিনি।

বেন স্টোকসের ওয়ানডে থেকে অবসর, দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সুপার লিগের পয়েন্ট ছেড়ে দেওয়ার পর গত মাস দুয়েক জুড়ে ওয়ানডে নিয়ে চলছে নানামুখী আলোচনা। পাকিস্তানি বিশ্বকাপজয়ী গ্রেট ওয়াসিম আকরাম বলেছেন, ৫০ ওভারের ক্রিকেটই আর রাখার দরকার নেই।

রবি শাস্ত্রী, শহিদ আফ্রিদির মতে ওয়ানডে কমিয়ে আনা হোক ৪০ ওভারে। রবীচন্দ্রন অশ্বিন, উসমান খাওয়াজা, মঈন আলিরা স্পষ্ট জানিয়েছেন এই সংস্করণে তাদের আগ্রহ নেই। আগ্রহ নেই অনেক ক্রিকেটারের।

ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে আলাপে এই প্রসঙ্গ আসতেই তা নিয়ে কড়া অবস্থান জানান রোহিত,  'আমার নাম ডাক হয়েছেই ওয়ানডে খেলে। যত সব ফালতু আলাপ হচ্ছে (ওয়ানডের বিলুপ্তির শঙ্কা নিয়ে)। এক সময় টেস্ট ক্রিকেট নিয়েও এসব বলা হতো। আমার কাছে সংস্করণ যাই হোক, ক্রিকেটটাই আসল।'

তিন সংস্করণেই ভারতের নিয়মিত অধিনায়ক কোন সংস্করণ নিয়েই শঙ্কা দেখছেন না,  'আমি কখনই বলব না ওয়ানডে সংস্করণ ফুরিয়ে যাচ্ছে বা টি-টোয়েন্টি শেষ হয়ে যাচ্ছে বা টেস্ট শেষের পথে। আমি আরও মনে করি যদি আরও একটি সংস্করণ থাকত!'

রোহিতের মতে কেউ কোন সংস্করণ খেলতে না চাইলে সেটা তার ব্যাপার। কিন্তু তাতে করে ওয়ানডের আবেদন একটুও কমবে না,  'আমার কাছে ছোটবেলা থেকেই খেলাটা বেশি গুরুত্বপূর্ণ। শৈশব থেকে ভারতের হয়ে খেলার স্বপ্ন দেখেছি। আমরা যখন ওয়ানডে খেলি, স্টেডিয়াম পুরো ভর্তি থাকে, রোমাঞ্চ থাকে ভরপুর। কে কোন সংস্করণে খেলব কিংবা খেলবে না এটা যার যার পছন্দ। আমার কাছে তিনটা সংস্করণই গুরুত্বপূর্ণ।'

Comments

The Daily Star  | English

Blinken in Riyadh after Iran-Saudi détente

US Secretary of State Antony Blinken was to meet Gulf Arab officials in Saudi Arabia today at a time of rapidly shifting alliances following the oil-rich kingdom's rapprochement with Iran

43m ago