নাঈম শেখের সেঞ্চুরি, সাব্বিরের ব্যাটে রান

অনেক দিন থেকেই রানের দেখা মিলছিল না মোহাম্মদ নাঈম শেখের। নিজেকে হারিয়ে যেন খুঁজছিলেন। সে ধারায় জাতীয় দল থেকেও বাদ পড়ে যান এ ওপেনার। অবশেষে পেলেন চেনা ছন্দের দেখা। ক্যারিবিয়ানদের বিপক্ষে বাংলাদেশ 'এ' দলের হয়ে দারুণ এক সেঞ্চুরি পেয়েছেন নাঈম। রান পেয়েছেন সাব্বির রহমানও। তাতে ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের বিপক্ষে লড়াকু পুঁজি পেয়েছে বাংলাদেশ 'এ' দল।
বৃহস্পতিবার সেইন্ট লুসিয়ার ড্যারেন সামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় আনঅফিশিয়াল ওয়ানডে ম্যাচে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৭৭ রান করেছে বাংলাদেশ 'এ' দল। প্রথম ম্যাচে মাত্র ৮০ রানে গুটিয়ে গিয়েছিল তারা।
আগের ম্যাচে খালি হাতে ফিরেছিলেন নাঈম। পাঁচ বল খেলেও খুলতে পারেননি রানের খাতা। এদিন জাস্টিন গ্রিভসের হাতে ক্যাচ দেওয়ার আগে খেলেন ১০৩ রানের ইনিংস। ১১৭ বলে ১৪টি চার ও ১টি ছক্কায় নিজের ইনিংস সাজান এ ওপেনার। সাব্বির পান হাফসেঞ্চুরি। ৫৮ বলে ৬টি চার ও ১টি ছক্কায় ৬২ রান আসে তার ব্যাট থেকে।
তবে প্রথম ম্যাচে রীতিমতো বিধ্বস্ত হওয়া বাংলাদেশের সূচনাটা অবশ্য এদিনও ভালো ছিল না। ব্যক্তিগত ৬ রানেই সাজঘরে ফেরেন ওপেনার সৌম্য সরকার। লুইস শেরমনের করা বলটি ছিল অফস্টাম্পের বেশ বাইরে। জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে ব্যাটের ভেতরের দিকে লেগে আঘাত হানে স্টাম্পে।
সৌম্যর বিদায়ের পর সাইফ হাসানকে নিয়ে দলের হাল ধরেন নাঈম। দ্বিতীয় উইকেটে ৫৪ রান যোগ করেন এ দুই ব্যাটার। এ জুটি ভাঙেন ব্রায়ান চার্লস। তার বলে ফ্লিক করতে গিয়ে লাইন মিস করে বোল্ড হয়ে যান সাইফ (১৯)। এরপর উইকেট আসেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন। তৃতীয় উইকেটে ৯৬ রান যোগ করেন এ দুই ব্যাটার। এ জুটিও ভাঙেন চার্লস।
নাঈমকে মূলত এক্সট্রা বাউন্সে ফাঁদে ফেলেন চার্লস। তার বলে পুল করতে গেলে ব্যাটের উপরের দিকে কানায় লেগে চলে যায় জাস্টিন গ্রিভসের হাতে। এরপর অবশ্য খুব বেশিক্ষণ টিকতে পারেননি মিঠুনও (২৮)। পরের ওভারেই চার্লসের ঘূর্ণিতে পরাস্ত হয়ে পড়েন এলবিডাব্লিউর ফাঁদে।
এরপর শাহাদাত হোসেন দিপুকে নিয়ে দলের হাল ধরেন সাব্বির। স্কোরবোর্ডে ৬৯ রান যোগ করে শেরমনের দ্বিতীয় শিকারে পরিণত হন শাহাদাত। এরপর জাকের আলি অনিকের সঙ্গে আরও একটি জুটিতে দলকে লড়াইয়ের পুঁজি এনে দিয়ে মাঠ ছাড়েন সাব্বির।
Comments