লর্ডসে এগিয়ে দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকার প্রায় সব ব্যাটারই উইকেটে সেট হলেন। কিন্তু এক ওপেনার সারেল এরউই ছাড়া ইনিংস লম্বা করতে পারলেন না কেউই। কিন্তু তারপরও ইংল্যান্ডের বিপক্ষে বড় লিডের পথেই আছে দক্ষিণ আফ্রিকা। কারণ প্রথম ইনিংসে স্বাগতিকরা গুটিয়ে গেছে মাত্র ১৬৫ রানে।
বৃহস্পতিবার লর্ডসে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে ৭ উইকেটে ২৮৯ রান করেছে দক্ষিণ আফ্রিকা। ফলে লিড ছাড়িয়েছে ১২৪ রানে।
কাগিসো রাবাডা ও আনরিক নরকিয়ার বোলিং তোপে প্রথম দিনেই কোণঠাসা ছিল ইংল্যান্ড। আগের দিন ১১৬ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছিল তারা। তবে বৃষ্টির কল্যাণে সেই দিনটা টিকতে পারে তারা। দ্বিতীয় দিনে রাবাডার তোপে খুব বেশিক্ষণ টিকতে পারেনি স্বাগতিকরা।
তবে ইংলিশদের আশা হয়ে টিকে ছিলেন ওলি পোপ। এদিন সেই পোপকেই সবার আগে তুলে নেয় প্রোটিয়ারা। স্কোরবোর্ডে আর ১৮ রান যোগ হতে রাবাডার বলে বোল্ড হয়ে যান তিনি। লেজ ছাঁটাইয়ের কাজটাও দারুণ করেন রাবাডা। ফলে ১৬৫ রানে প্রথম ইনিংস শেষ হয় ইংলিশদের।
দলের পক্ষে সর্বোচ্চ ৭৩ রানের ইনিংস খেলেন পোপ। ১০২ বলে ৫টি চারের সাহায্যে নিজের ইনিংস সাজান এ ব্যাটার। ব্রড ও লিচের ব্যাট থেকে আসে ১৫ রান করে। দক্ষিণ আফ্রিকার পক্ষে ৫২ রানের খরচায় ৫টি উইকেট পান রাবাডা। এছাড়া আনরিক নরকিয়া ৩টি ও মার্কো ইয়ানসেন ২টি উইকেট পান।
নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে প্রোটিয়াদের শুরুটা ছিল ভালো। দুই ওপেনার এরউই ও অধিনায়ক ডিন এলগার করেন ৮৫ রানের জুটি। অধিনায়ককে ফিরিয়ে এ জুটি ভাঙেন জেমস অ্যান্ডারসন। এরপর কিগান পিটারসনের সঙ্গে ৫৩ রানের জুটি গড়েন এরউই। এরপর অবশ্য নিয়মিত বিরতিতেই উইকেট তুলে নেয় ইংল্যান্ড। ফলে দলীয় ২১০ রানে ছয় উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। ষষ্ঠ উইকেটে কেশভ মহারাজকে নিয়ে দলের হাল ধরেন মার্কো ইয়ানসেন। গড়েন ৭২ রানের জুটি। দিনের শেষ দিকে মহারাজকে ফিরিয়ে এ জুটি ভাঙেন ইংলিশ অধিনায়ক স্টোকস।
দলের পক্ষে সর্বোচ্চ ৭৩ রানের ইনিংস খেলেন এরউই। ১৪৬ বলে ৬টি চারের সাহায্যে এ রান করেন তিনি। ৪৭ রান করেন অধিনায়ক এলগার। মহারাজের ব্যাট থেকে আসে ৪১ রান। এছাড়া ইয়ানসেন অপরাজিত রয়েছেন ৪১ রানে। ইংলিশদের পক্ষে ৫৩ রানের খরচায় ৩টি উইকেট পান স্টোকস।
Comments