নিউজিল্যান্ডকে সিরিজে ফেরালেন বোল্ট-সাউদি

আবারও ব্যাটিং ব্যর্থতায় ডুবতে বসেছিল নিউজিল্যান্ড। মাত্র ২১২ রানে আটকে গিয়েছিল তারা। ঝেঁকে বসেছিল সিরিজ হারানোর শঙ্কা। তবে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে নিউজিল্যান্ডকে সিরিজে ফিরিয়েছেন ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি।
শুক্রবার রাতে ব্রিজটাউনে দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৫০ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। আগে ব্যাটিং পেয়ে জেসন হোল্ডার, আকিল হোসেন, কেভিন সিনক্লিয়ারদের তোপে কিউইরা আটকে যায় ২১২ রানে। ওই পুঁজি নিয়ে সাউদির ৪ ও বোল্টের ৩ উইকেট শিকারে ক্যারিবিয়ানরা আটকে যায় ১৬১ রানে।
চোটের কারণে এই ম্যাচে নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসকে পায়নি নিউজিল্যান্ড। আগের ম্যাচে হারের ধাক্কার সঙ্গে শক্তি কমে যাওয়ায় কিছুটা চিন্তা বাড়ছিল তাদের।
খেলতে নেমে সেই চিন্তা বেড়েছে দ্রুত। ৩১ রানের মধ্যে তারা হারিয়ে ফেলে তিন অভিজ্ঞ মার্টিন গাপটিল, ল্যাথাম ও ডেভন কনওয়েকে। এরপর ড্যারেল মিচেলের সঙ্গে ৮৪ রানের জুটিতে প্রতিরোধ গড়েন ফিন অ্যালেন। মিচেল ৪১ করে ফেরার পর আবার নামে ধস। সেঞ্চুরির দিকে থাকা অ্যালেনও ফিরে যান ৯৬ করে। ১৬৭ রানে ৮ উইকেট হারানো দল দুইশো ছাড়াতে পারে মিচেল স্যান্টনারের ব্যাটে। ২৭ বলে ২৬ করে অপরাজিত ছিলেন তিনি।
সহজ রান তাড়ায় নেমে সাউদি-বোল্টের ঝাঁজে বিধ্বস্ত হয়ে যান ক্যারিবিয়ান ব্যাটিং। ২৭ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে তারা। ৫৫ রানে পড়ে যায় ৭ উইকেট। তখন একশো রান করারও সম্ভাবনা ছিল ক্ষীণ।
নবম উইকেটে ৮৫ রানের জুটি গড়ে লড়াইয়ে ফেরার চেষ্টা করেন ইয়ানিক ক্যারিয়াহ আর আলজেরি জোসেফ। আগ্রাসী ব্যাট করা জোসেফকে ফিরিয়ে এই চেষ্টা থামান সাউদি। ৩১ বলে ৪৯ করে যান তিনি। শেষ ব্যাটার হিসেবে ক্যারিয়াহ ফেরেন ৮৪ বলে ৫২ করে। ২২ রানে ৪ উইকেট নেন সাউদি, ১৮ রানে ৩ উইকেট দখল করেন বোল্ট।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এখন ১-১ সমতা। রোববার শেষ ম্যাচে নির্ধারিত হবে সিরিজ।
Comments