এশিয়াকাপেই সমালোচকদের মুখ বন্ধ করে দেবেন কোহলি, প্রত্যাশা শাস্ত্রীর

Virat Kohli and Ravi Shastri
ফাইল ছবি: এএফপি

সাম্প্রতিক সময়ে ক্রিকেট পাড়ায় সবচেয়ে বেশি আলোচনা হয় বোধ হয় বিরাট কোহলির ফর্ম নিয়ে। অনেক দিন থেকেই ছন্দে নেই এ তারকা। যাকে ভাবা হতো শচিন টেন্ডুলকারের সেঞ্চুরির রেকর্ড ভেঙ্গে দিবেন, সেই কোহলি তিন অঙ্কের দেখা পাচ্ছেন না ২০১৯ সাল থেকে। তবে এবার এশিয়াকাপেই ফর্মে ফিরে কোহলি সব আলোচনা-সমালোচনা থামিয়ে দিবেন বলে আশা করছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ও কোচ রবি শাস্ত্রী।

ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ার কোহলিকে কিছু দিনের জন্য বিরতিতে যাওয়ার প্রথম পরামর্শটা দিয়েছিলেন শাস্ত্রীই। সাবেক গুরুর কথা মেনে বিশ্রামে যান এ ক্রিকেটার। এবার বিশ্রাম থেকে ফিরে এসে দেখিয়ে দেওয়ার সময় বলে মনে করেন শাস্ত্রী। স্টার স্পোর্টস আয়োজিত সংবাদ সম্মেলনে কোহলি সম্পর্কে সাবেক কোচ শাস্ত্রী বলেন, 'ও অনেক শান্ত মনে মাঠে ফিরবে। কারণ, উত্তেজনাটা কেটে গিয়েছে। ও খেলা থেকে দূরে ছিল। এবার সুর ধারানোর সময়।'

এশিয়া-কাপে আগামী রোববার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে ভারত। সেই ম্যাচেই যদি অন্তত একটি ফিফটি তুলতে পারেন কোহলি তাহলে সবার মুখ বন্ধ হয়ে যাবে বলে মনে করেন সাবেক এ কোচ, 'একেবারে প্রথম ম্যাচেই যদি ও ফিফটি করতে পারে, তাহলে বাকি টুর্নামেন্টের জন্য সবার মুখ বন্ধ হয়ে যাবে। অতীতেও এমনটা দেখা গিয়েছে। আগে কী ঘটেছে, সে সব এখন অতীত। মানুষ খুব বেশিদিন কিছু মনে রাখে না।'

কোহলির সঙ্গে সাম্প্রতিক সময়ে কথা না হলেও তার ছন্দে ফেরার ব্যাপারে প্রচণ্ড আশাবাদী শাস্ত্রী, 'ওর (কোহলির) সঙ্গে আমার কথা হয়নি, তবে এটা রকেট সায়েন্স নয়, সবাই বোঝে। বড় খেলোয়াড়রা ঠিক সময়ে জ্বলে ওঠে। ওদের বিরতি দরকার হয়। মানসিক ক্লান্তি বিশ্বের সেরাদেরও কাবু করতে পারে। বিশ্বের এমন কোনও ক্রিকেটার নেই, যাকে খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে হয়নি। আমি নিশ্চিত এই বিরতিটা শুধু শারীরিকভাবেই নয়, বরং মানসিকভাবেও তরতাজা করে তুলবে কোহলিকে।'

উল্লেখ্য, এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা কোহলির জন্য অনন্য এক মাইলফলকের ম্যাচও। সে ম্যাচে মাঠে নামলে ক্যারিয়ারের শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন সাবেক এ অধিনায়ক।

Comments

The Daily Star  | English
National election

Political parties must support the election drive

The election in February 2026 is among the most important challenges that we are going to face.

4h ago