গ্রিনের পাঁচ উইকেটের পর ওয়ার্নার-স্মিথের ব্যাটে জিতল অস্ট্রেলিয়া

David Warner & Steven Smith

টাডিওয়ানশে মারুমানির জুতসই শুরুর পর দলকে টানলেন ওয়েসলি মাধভেরে। তবে জিম্বাবুয়ের রাশ বারবারই টেনে ধরলেন ক্যামেরন গ্রিন। সিকান্দার রাজার ব্যর্থতার দিনে রেজিস চাকাভা কিছু রান পেলেও অস্ট্রেলিয়াকে কঠিন চ্যালেঞ্জ দিতে পারল না তারা। দলকে নিরাপদেই জয়ের বন্দরে নিয়ে গেলেন ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথরা।

টাউনসভিলে রোববার সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। আগে ব্যাটিং পেয়ে ২০০ রানে গুটিয়ে যায় সফরকারীরা। ১৬.৩ ওভার বাকি থাকতে ওই রান টপকে জিতে যায় অজিরা।

দলের জয়ে সবচেয়ে বড় অবদান পেস অলরাউন্ডার গ্রিনের। ৩৩ রানে ৫ উইকেট নিয়ে জিম্বাবুয়েকে নাগালের মধ্যে আটকে রাখেন তিনি। রান তাড়ায় ওয়ার্নার ৬৬ বলে করেন ৫৭। স্মিথ ৮০ বলে অপরাজিত থাকেন ৪৮ রানে। সাত নম্বরে নেমে গ্লেন ম্যাক্সওয়েল মাত্র ৯ বলে করে ফেলেন ৩২ রান।

২০১ রান করতে গিয়ে ৮ম ওভারে অধিনায়ক অ্যারন ফিঞ্চকে হারায় অস্ট্রেলিয়া। রিচার্ড এনগারাভার বলে ১৫ রান করে বোল্ড হয়ে যান তিনি। এরপর স্মিথ-ওয়ার্নার জুটি শক্ত অবস্থানে নিয়ে যায় স্বাগতিকদের। দ্বিতীয় উইকেটে দুজনে যোগ করেন ৬৫ রান। ৬৬ বলে ৫৭ করা ওয়ার্নার ফেরেন রাজার অফ স্পিনে।

চারে নামা আলেক্স কেয়ারি থিতু হওয়ার আগেই বিদায় নেন রায়ান বার্লের লেগ স্পিনে। থিতু হয়ে বার্লের শিকার হন মার্কাস স্টয়নিসও।  মিচেল মার্শ নেমেই ফেরেন ২ রান করে।  হুটহাট কিছু উইকেট হারিয়ে অস্বস্তিতে পড়া অজিরা ম্যাক্সওয়েল নামতেই যেন তুড়ি মেরে উড়িয়ে দেয় সব।  মাত্র ৯ বলে তিনটি করে চার-ছক্কায় ম্যাচ শেষ করে দেন তিনি।

এর আগে টস হেরে ব্যাট করতে গিয়ে ভালো শুরু পেয়েছিল জিম্বাবুয়ে। তাদের দুই ওপেনার তুলেন ৪২ রান।  বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করা ইনোসেন্ট কাইয়াকে আউট করে এই জুটি ভাঙেন মিচেল মার্শ।

মারুমানি রান বাড়াচ্ছিলেন। তাকে ছাঁটেন অ্যাডাম জাম্পা। তিনি ফেরান মনোউইঙ্গাকেও। রাজা থিতু হতে অনেক সময় নিয়ে বিদায় নেন গ্রিনের বলে। গ্রিন একে একে তুলে নেন ৩৩ বলে ৩১ করা চাকাভা, বার্ল, জঙ্গুই, ব্রেড ইভান্সদের। ১৫ বল আগেই থেমে যায় জিম্বাবুয়ে।

৩১ অগাস্ট একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডেতে নামবে দুদল।

Comments

The Daily Star  | English
mirza fakhrul statement on awami league

Awami League should be punished as a party: Fakhrul

He made the remarks after visiting a BNP man undergoing treatment at National Institute of Neurosciences and Hospital

2h ago