গোড়ালির চোটে মাঠের বাইরে ছিটকে গেলেন মার্শ
সীমিত সংস্করণের ক্রিকেটে অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ সদস্য মিচেল মার্শ গোড়ালির চোটে পড়েছেন। জিম্বাবুয়ের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজ তো বটেই নিউজিল্যান্ডের বিপক্ষে আসছে সিরিজেও তাকে পাবে না অজিরা।
ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, রোববার জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে গোড়ালির চোটে পড়েন মার্শ। এই চোটের জন্যে জিম্বাবুয়ের বিপক্ষে বাকি দুই ওয়ানডে ও আসছে মাসে নিজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারবে না তিনি।
আশা করা যাচ্ছে সেপ্টেম্বরে ভারত সফরে টি-টোয়েন্টি সিরিজে ফিরতে পারবেন এই ব্যাটিং অলরাউন্ডার। আপাতত পুনর্বাসন প্রক্রিয়া চালানোর জন্য টাউন্সভিল থেকে পার্থে চলে যাবেন মার্শ।
মার্শের চোট অস্ট্রেলিয়ার জন্য বড় ধাক্কা। স্টিভেন স্মিথের আশা টি-টোয়েন্টি বিশ্বকাপে পুরোপুরি ফিট মার্শকেই পাওয়া যাবে, 'সাম্প্রতিক সময়ে সাদা বলে সে দারুণ খেলছে। এটা হতাশার যে সামনের কিছু সময় আমরা তাকে পাব না। আমি নিশ্চিত টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে নিয়ে দলের বড় পরিকল্পনা আছে। সেসময় সে পুরো ফিট থাকবে।'
মার্শের ছিটকে পড়ায় কিপার ব্যাটসম্যান জস ইংলিসকে স্কোয়াডে ডেকেছে অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবেন তিনি।
Comments