স্টার্ক-জাম্পায় বিধ্বস্ত জিম্বাবুয়ে
প্রথম ম্যাচে তাও কিছুটা লড়াই করতে পেরেছিল। এবার অস্ট্রেলিয়ার সঙ্গে দাঁড়াতেই পারল না জিম্বাবুয়ে। মিচেল স্টার্কের পেসের ঝাঁজের পর অ্যাডাম জাম্পার লেগ স্পিনে একশোর আগেই গুটিয়ে বড় ব্যবধানে হেরেছে তারা।
টাউন্সভিলে দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়ে এক ম্যাচ আগেই সিরিজ জিতে নিয়েছে অজিরা। জিম্বাবুয়ের ৯৬ রানের মামুলি পুঁজি টপকে যেতে স্রেফ ১৪.৪ ওভার ব্যাট করতে হয়েছে অ্যারন ফিঞ্চের দলকে।
অল্প লক্ষ্যে নেমে দুই ওপেনার ডেভিড ওয়ার্নার আর ফিঞ্চ ফিরে গিয়েছিলেন দ্রুত। রিচার্ড এনগারাভার বলে ৯ বলে ১৩ করে বিদায় নেন ওয়ার্নার। ৬ বলে ১ করে থামেন ফিঞ্চ।
স্টিভেন স্মিথ ও আলেক্স কেয়ারি মিলে বাকি কাজ সেরেছেন দ্রুত। ৪১ বলে ৪৭ করে অপরাজিত থাকেন স্মিথ। ৩৩ বলে ২৬ করে কাজ শেষ করেন কেয়ারি। দলের জয়ে অবশ্য বড় অবদান স্টার্ক-জাম্পারই। ৮ ওভার বল করে ২৪ রানে ৩ উইকেট নেন স্টার্ক। ৩.৫ ওভার হাত ঘুরিয়েই ২১ রান ৩ শিকার ধরেন জাম্পা।
টস জিতে বোলিং বেছে মাত্র ১৪ রানে জিম্বাবুয়ের টপ অর্ডার ছেঁটে ফেলেন স্টার্ক। তার এই বিধ্বংসী শুরু টেনে নেন বাকিরা। দারুণ ছন্দ নিয়ে অস্ট্রেলিয়ায় যাওয়া সিকান্দার রাজা এই ম্যাচেও হয়েছেন ব্যর্থ।
থিতু হয়েছিলেন শন উইলিয়ামস। তার ২৯ রানের ইনিংস থামে জাম্পার বলে। এই লেগ স্পিনার শেষ দিকেও হানা দিয়ে মুড়ে দেন সফরকারীদের।
আইসিসি সুপার লিগের এই সিরিজের শেষ ম্যাচ হবে ৩ সেপ্টেম্বর।
Comments