অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে সিঙ্গাপুরের ক্রিকেটার

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার দেড় মাস বাকি থাকতেই স্কোয়াড ঘোষণা করল অস্ট্রেলিয়া। সে স্কোয়াডে বড় চমক উপহার দিয়েছে দলটি। দলে আছেন সিঙ্গাপুরের তারকা ক্রিকেটার টিম ডেভিড। জাতীয়তা পাল্টে অজি দলে অন্তর্ভুক্ত হয়েছেন ২৬ বছর বয়সী এ ক্রিকেটার।

সিঙ্গাপুরে জন্ম নিলেও অস্ট্রেলিয়ান মা-বাবার সঙ্গে পার্থে বড় হন ডেভিড। তাই অজিদের হয়ে ক্রিকেট খেলার ইচ্ছা ছিল তার। তবে সিঙ্গাপুরের ডাকেও সাড়া দেন। ২০১৯ সালে সিঙ্গাপুরের জার্সিতে অভিষেক হওয়ার পর এর মধ্যেই দেশটির হয়ে ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন ডেভিড। সেখানে ফিফটির সাহায্যে ৪৬.৫০ গড়ে করেছেন ৫৫৮ রান।

৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতার এই ব্যাটার অবশ্য আলোচনায় আসেন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দিয়ে। গত ফেব্রুয়ারিতে পিএসএলে ১৯৪.৪১ স্ট্রাইক রেটে ২৭৮ রান করেন এরপর আইপিএলে খেলার সুযোগ পান। ফেব্রুয়ারিতেই আইপিএলের মেগা নিলামে ৮ কোটি ২৫ লাখ রুপিতে তাকে কিনে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স।

তবে বাবা রড ডেভিডের ঠিক উল্টো পথে হাঁটলেন টিম। অস্ট্রেলিয়ান হলেও পেশাগত কাজে নব্বইয়ের দশকে সিঙ্গাপুরের বাসিন্দা হন রড। কাজের পাশাপাশি সিঙ্গাপুরের জাতীয় দলেও হয়ে ক্রিকেটও খেলেন তিনি। আর ছেলে টিম সিঙ্গাপুর ছেড়ে ফিরলেন বাবার দেশ অস্ট্রেলিয়ায়।

সব মিলিয়ে এখন পর্যন্ত ১২২ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন টিম। ৩২.১৯ গড়ে রান করেছেন ২ হাজার ৬৪০। আকর্ষণীর বিষয় তার স্ট্রাইক রেট ১৬৪.১৭। পাশাপাশি পার্টটাইম অফ স্পিন বলও করেন তিনি।

শুধু বিশ্বকাপে নয়, ভারতের বিপক্ষে ২০ সেপ্টেম্বর হতে শুরু হতে যাওয়া তিন ম্যাচের সিরিজেও খেলবেন টিম। মূলত বিশ্বকাপের দলটিই খেলবে এ সিরিজে। তবে ওয়ার্কলোড কমানোর জন্য সেই সিরিজে ছুটিতে থাকবেন ওপেনার ডেভিড ওয়ার্নার। তার বদলে দলে সে সিরিজে খেলবেন পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন।

অস্ট্রেলিয়া স্কোয়াড: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাস্টন আগার, প্যাট কামিন্স, টিম ডেভিড, জশ হ্যাজলউড, জশ ইংলিশ, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ম্যাথিউ ওয়েড, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।

Comments

The Daily Star  | English

Money laundering: NBR traces Tk 40,000cr in assets abroad

The National Board of Revenue has found assets worth nearly Tk 40,000 crore in five countries which it believes were bought with money laundered from Bangladesh, said the Chief Adviser’s Office yesterday.

5h ago