জেসন রয়কে ছাড়াই ইংল্যান্ডের বিশ্বকাপ দল

গুঞ্জনটা আগেই ছিল। ইংল্যান্ড দল থেকে বাদ পড়তে পারেন জেসন রয়। আর শেষ পর্যন্ত সে গুঞ্জনই হয়েছে সত্যি। অস্ট্রেলিয়া অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে জেসনকে ছাড়াই খেলবে ইংলিশরা। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিনজন রিজার্ভসহ মোট ১৮ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

অনেক দিন থেকেই ছন্দে নেই জেসন। সর্বশেষ ছয় ম্যাচে করতে পেরেছেন মাত্র ৭৮ রান। 'দ্য হানড্রেডে' এবার নিজেকে হারিয়ে খুঁজছিলেন ওয়ানডে বিশ্বকাপ জয়ী এ ক্রিকেটার। ছন্দে না থাকার কারণেই বিশ্বকাপ দলে জায়গা হয়নি তার। তার জায়গায় নেওয়া হয়েছে কিছু দিন আগেই অভিষেক হওয়া ২৬ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটার ফিলিপ ডিন সল্টকে।

দলে রয়েছে আরও চমক। মাত্র চারটি টি-টোয়েন্টি খেলা প্রায় ৩৫ বছর বয়সী ডানহাতি মিডিয়াম পেসার রিচার্ড জেমস গ্লিসনকে ফিরিয়েছে ইসিবি। ২৩ বছর বয়সী অলরাউন্ডার হ্যারি ব্রুকও জায়গা পেয়েছেন বিশ্বকাপ দলে। তিনিও খেলেছেন চারটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ।

এছাড়া এই বছর ঘরোয়া কিংবা আন্তর্জাতিক কোনো পর্যায়ে টি-টোয়েন্টি না খেলা বেন স্টোকস, মার্ক উড ও ক্রিস ওকসকে রাখা হয়েছে মূল ১৫ জনের স্কোয়াডে। কাঙ্ক্ষিতভাবেই স্কোয়াডে রয়েছেন মঈন আলী, ডেভিড মালান, মার্ক উড, ক্রিস ওকসের মতো অভিজ্ঞরা ক্রিকেটাররা।

ইংল্যান্ড বিশ্বকাপ দল: জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারান, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, ফিলিপ সল্ট, বেন স্টোকস, রিচি টপলি, ডেভিড উইলি, ক্রিস ওকস ও মার্ক উড।

ট্র্যাভেলিং রিজার্ভ: লিয়াম ডসন, রিচার্ড গ্লিসন, টাইমাল মিলস।

Comments

The Daily Star  | English

Cops gathering info on polls candidates

Based on the findings, law enforcers will assess security needs in each constituency and identify candidates who may pose risks.

13h ago