অস্ট্রেলিয়াকে হারানোর দিনে ওয়ালশের রেকর্ড ভাঙলেন বার্ল
বল করেছেন স্রেফ ৩ ওভার। অর্থাৎ গুনে গুনে ১৮ বল। এতেই ৫ উইকেট নিয়ে অন্যরকম এক রেকর্ড গড়েছেন জিম্বাবুয়ের অনিয়মিত লেগ স্পিনার রায়ান বার্ল। অস্ট্রেলিয়ার বিপক্ষে অবিস্মরণীয় জয়ের দিন রেকর্ড বইয়ের পাতায় নাম উঠেছে বার্লের। তিনি ছাপিয়ে গেছেন কিংবদন্তি ক্যারিবিয়ান পেসার কোর্টনি ওয়ালশকে।
৩ ওভার বল করে ১০ রান দিয়ে ৫ উইকেট নেন বার্ল। তার ঝাঁজে শুরুতে উইকেট হারিয়ে বিপদে থকা অস্ট্রেলিয়া গুটিয়ে যায় মাত্র ১৪১ রানে। পরে ৩ উইকেটের জয়ে অস্ট্রেলিয়ার মাঠে প্রথম জয় তুলে নেয় জিম্বাবুয়ে।
বার্ল হচ্ছেন ওয়ানডে ইতিহাসের প্রথম কোন বোলার যিনি ৫ উইকেট নিতে করেছেন স্রেফ ১৮ বল।
অস্ট্রেলিয়ার ইনিংসের ২৭তম ওভারে বল করতে এসেছিলেন তিনি। তখন ৭২ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে অজিরা। দলকে টেনে তুলতে ওয়ার্নার খেলছিলেন ৯০ রানে, ম্যাক্সওয়েল ১৯ রানে।
নিজের তৃতীয় বলেই ম্যাক্সওয়েলকে ফিরিয়ে ভাঙেন প্রতিরোধ। একটু পর ফুলটস বলে ফেরেন অ্যাস্টন অ্যাগার। পরের ওভারে বার্ল ফিরিয়ে দেন ৯৪ রানে থাকা ওয়ার্নারকে।
তৃতীয় ওভারে এই অলরাউন্ডার শিকার ধরেন মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডকে। এতেই ইতিহাসে নাম উঠে যায় তার। এর আগের রেকর্ড ছিল কোর্টনি ওয়ালশের। ১৯৮৬ সালে শারজাহতে শ্রীলঙ্কার বিপক্ষে ৪.৩ ওভার বল করে মাত্র ১ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন ওয়ালশ।
২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে মিরপুরে ৪ রানে ৬ উইকেট পেতে ভারতের স্টুয়ার্ট বিনি বল করেন ৪.৪ ওভার।
কম রান দিয়ে ৫ উইকেট নেওয়ার দিক থেকে ওয়ালশই সবার উপরে। মাত্র ১ রানে ৫ উইকেট নেওয়ার অবিশ্বাস্য কীর্তি ক্রিকেট ইতিহাসেই বেশ আলোচিত ঘটনা।
বার্লের এমন রেকর্ডের দিনে স্মরণীয় জয় পায় জিম্বাবুয়ে। টাউন্সভিলে সিরিজের প্রথম দুই ম্যাচ হারলে শেষটি জিতে অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেওয়ার চমক দেখায় তারা।
Comments