রেকর্ড জুটি গড়েই অস্ট্রেলিয়াকে জেতালেন কেয়ারি-গ্রিন
লক্ষ্যটা খুব একটা বড় দিতে পারেনি নিউজিল্যান্ড। কোনো মতে ২৩২ রানের পুঁজি গড়ে দলটি। কিন্তু ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরির বিধ্বংসী বোলিংয়ে সে পুঁজিটা বিশাল হয়ে দাঁড়িয়েছিল অস্ট্রেলিয়ার সামনে। ৪৪ রান তুলতেই শেষ প্রথম সারির পাঁচ উইকেট। এরপর অ্যালেক্স কেয়ারি ও ক্যামেরন গ্রিনের রেকর্ড গড়া জুটিতে সেই লক্ষ্য পার হয়ে গেল সহজভাবেই। দারুণ এক জয়ে সিরিজ শুরু করল অ্যারন ফিঞ্চের দল।
মঙ্গলবার অস্ট্রেলিয়ার কেয়ার্নসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে নিউজিল্যান্ডকে ২ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৩২ রান করে কিউইরা। জবাবে ৩০ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় স্বাগতিকরা।
লক্ষ্য তাড়ায় ফিঞ্চ, স্টিভ স্মিথ ও মার্নাস লাবুশেনকে দলীয় ২৭ রানেই তুলে নেন বোল্ট। তবে ডেভিড ওয়ার্নার কিছুটা দৃঢ়তা দেখানোর চেষ্টা করেছিলেন। কিন্তু হেনরির তোপে তিনি ফিরতে হয় তাকেও। এরপর স্কোরবোর্ডে আর ১৭ রান যোগ হতে মার্কাস স্টয়নিসকেও তুলে নেন হেনরি। ফলে শুরুতেই বড় বিপর্যয়ে পড়েছিল অস্ট্রেলিয়া।
তবে ৪৪ রানে ৫ উইকেট হারিয়ে ফেলা দলকে পথ দেখান কেয়ারি ও গ্রিন। স্কোরবোর্ডে ১৫৮ রান যোগ করেন এ দুই ব্যাটার। কিউইদের বিপক্ষে ষষ্ঠ উইকেটে অস্ট্রেলিয়ার তো বটেই, যে কোনো দলের সর্বোচ্চ জুটির রেকর্ড। আর তাতেই সহজ জয় মিলে যায় অস্ট্রেলিয়ার।
রেকর্ড এ জুটি কেয়ারিকে ফিরিয়ে ভাঙেন কিউই পেসার লোকি ফার্গুসন। এরপর ফেরান মিচেল স্টার্ককেও। মাঝে গ্লেন ম্যাক্সওয়েলকে ফেরান বোল্ট। ফলে ৫ রানের ব্যবধানে তিনটি উইকেট পেয়ে ফের ম্যাচে ফিরেছিল নিউজিল্যান্ড। তবে নবম উইকেটে অ্যাডাম জাম্পাকে নিয়ে অবিচ্ছিন্ন ২৬ রানের জুটি গড়ে শেষ করেন গ্রিন।
দলের পক্ষে সর্বোচ্চ ৮৯ রান করে অপরাজিত থাকেন গ্রিন। ৯২ বলে ১০টি চার ও ১টি ছক্কায় এ রান করেন তিনি। ৯৯ বলে ৮৫ রান করেন কেয়ারি। নিউজিল্যান্ডের পক্ষে ৪০ রানের খরচায় ৪টি উইকেট পান বোল্ট। ২টি করে উইকেট পান হেনরি ও ফার্গুসন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ১০ রানে ওপেনার মার্টিন গাপটিলকে হারালেও দ্বিতীয় উইকেটে ডেভন কনওয়ে ও অধিনায়ক কেন উইলিয়ামসনের ব্যাটে ভালো শুরু করে নিউজিল্যান্ড। ৯০ রান যোগ করেন এ দুই ব্যাটার। এরপর চতুর্থ উইকেটে টম লাথাম ও ড্যারিল মিচেল গড়েন ৫২ রানের জুটি। এরপর ম্যাক্সওয়েল ও জস হ্যাজলউডের অসাধারণ নিয়ন্ত্রিত বোলিংয়ে খুব বেশি আগাতে পারেনি নিউজিল্যান্ড। মাঝারি মানের পুঁজি নিয়ে সন্তুষ্ট থাকতে হয় তাদের।
কিউইদের পক্ষে সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস খেলেন কনওয়ে। ৪৫ রান করেন উইলিয়ামসন। লাথামের ব্যাট থেকে আসে ৪৩ রান। এছাড়া মিচেল খেলেন ২৬ রানের ইনিংস। অস্ট্রেলিয়ার পক্ষে ৫২ রানের খরচায় ৪টি উইকেট নেন গ্লেন ম্যাক্সওয়েল। ৩টি শিকার হ্যাজলউডের।
Comments