বিশ্বকাপে নামার আগে ব্রিসবেনে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যথেষ্ট প্রস্তুতির সুযোগ পাচ্ছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলার পর অস্ট্রেলিয়ায় গিয়ে আলাদা ক্যাম্প করার আর সময় নেই। আছে দুটি প্রস্তুতি ম্যাচ। ব্রিসবেনে আইসিসির অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে সাকিব আল হাসানের দল।
আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১৭ অক্টোবর স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ব্রিসবেনের অ্যালান বোর্ডার স্টেডিয়ামে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। ১৯ অক্টোবর একই সময় একই মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের পরখ করবেন সাকিবরা।
নিউজিল্যান্ড সিরিজ ও বিশ্বকাপ খেলতে চলতি মাসেই দেশ ছাড়বে বাংলাদেশ দল। ত্রিদেশীয় সিরিজের আগে ক্রাইস্টচার্চে হবে অনুশীলন। ৭ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচ বাংলাদেশের। ৯ ও ১২ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ খেলার পর ১৩ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে খেলবে শেষ ম্যাচ। ফাইনালে উঠলে ১৪ অক্টোবর পর্যন্ত ক্রাইস্টচার্চেই থাকবে দল।
এরপর ক্রাইস্টচার্চ থেকে সাকিবরা সরাসরি যাবেন ব্রিসবেনে। সেখানে একটি অনুশীলন সেশনের পর দুটি প্রস্তুতি ম্যাচ খেলে প্রথম ম্যাচের ভেন্যু হোবার্টে যাবে বাংলাদেশ। ২৪ অক্টোবর হোবার্টে বাছাই পেরিয়ে আসা একটি দলের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে বাংলাদেশের।
Comments