সহজ জয়ে সিরিজ ইংল্যান্ডের
জয়ের পথটা আগের দিনই গড়ে রেখেছিল ইংলিশরা। তৃতীয় দিনে বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতাটাই। আর সেটা সহজেই সেরে নিল ইংল্যান্ড। ম্যাচ জয়ের পাশাপাশি সিরিজও জিতে নিল স্বাগতিকরা।
রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে নির্দিষ্ট দিনে শুরু হয়নি ওভাল টেস্ট। দুই দিন বিরতির পর শুরু হওয়া এ টেস্টের তৃতীয় দিনে এসে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। তিন ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে জিতল তারা।
প্রোটিয়াদের দেওয়া ১৩০ রানের লক্ষ্য তাড়ায় আগের দিনই বিনা উইকেটে ৯৭ রান তুলেছিল স্বাগতিক দলটি। এদিন আলেক্স লিসকে হারায় তারা। কাগিসো রাবাডার বলে এলবিডাব্লিউর ফাঁদে পড়েন লিস। তাতে ভাঙে ১০৮ রানের জুটি।
এরপর অবিচ্ছিন্ন ২৮ রানের জুটি গড়ে বাকি কাজ অলি পোপকে নিয়ে শেষ করেন আরেক ওপেনার জ্যাক ক্রাউলি।
ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে ৬৯ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন এ ওপেনার। ৫৭ বলে ১২টি চারের সাহায্যে সাজান নিজের ইনিংস। ৭৩ বলে ৩৯ রান করেন লিস। নিজের ইনিংস সাজাতে চার মেরেছেন ৪টি। পোপ করেন অপরাজিত ১১ রান।
অথচ নিজেদের প্রথম ইনিংসে সংগ্রহটা বড় ছিল না ইংলিশদের। ১৫৮ রানে অলআউট হয় তারা। তবে দক্ষিণ আফ্রিকাও পারেনি ভালো ব্যাট করতে। প্রথম ইনিংসে ১১৮ রানে গুটিয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসে তারা করেছিল ১৬৯ রান।
Comments