শান্তকে দলে নেওয়ার যেমন ব্যাখ্যা প্রধান নির্বাচকের

মাহমুদউল্লাহ রিয়াদ টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়তে যাচ্ছেন এমনটা আঁচ করাই যাচ্ছিল। বিশ্বকাপ দলে তার না থাকা তাই খুব একটা চমক হয়ে আসেনি। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে বিশ্বকাপ দলে ঠাঁই করে নিয়েছেন আলোচনায় না থাকা নাজমুল হোসেন শান্ত
Najmul Hossain Shanto
নাজমুল হোসেন শান্ত

মাহমুদউল্লাহ রিয়াদ টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়তে যাচ্ছেন এমনটা আঁচ করাই যাচ্ছিল। বিশ্বকাপ দলে তার না থাকা তাই খুব একটা চমক হয়ে আসেনি। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে বিশ্বকাপ দলে ঠাঁই করে নিয়েছেন আলোচনায় না থাকা নাজমুল হোসেন শান্ত। সাদা বলে আন্তর্জাতিক ক্রিকেটে কখনই ভালো পারফর্ম করতে না পারা এই বাঁহাতিকে দলে রাখার ব্যাখ্যায় প্রধান নির্বাচক ফিরে গেলেন বেশ আগের বিপিএল পারফরম্যান্সে।

বুধবার বিশ্বকাপের জন্য ১৫ জনের স্কোয়াডে মাহমুদউল্লাহকে রাখা না হলেও রাখা হয় শান্তকে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখনো পর্যন্ত ৯ ম্যাচ খেলে স্রেফ ১০৪.২২ স্ট্রাইকরেটে ১৪৮ রান করেছেন শান্ত, গড় ১৮.৫০,  সর্বোচ্চ ৪০। ১৩ টি ওয়ানডে খেলে ১৪.৫৩ গড়ে ১৮৯ রান আছে শান্তর।

অর্থাৎ সীমিত ওভারে তার পারফরম্যান্স ভীষণ মলিন। তবু তাকে হুট করে বিশ্বকাপের মতো স্কোয়াডে কেন নেওয়া হলো। কারণ জানতে চাইলে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ফিরলেন অতীতে, 'আপনি শান্তর বিপিএলের রেকর্ডটা দেখেন। আমাদের ঘরোয়া যে কয়জন ক্রিকেটার আছে, তাদের মধ্যে কিন্তু ওর রেকর্ডটা খারাপ নয়। বিপিএলে যে কয়টা সেঞ্চুরি আছে স্থানীয় খেলোয়াড়দের, বেশি কিন্তু শান্তরই করা। সেই হিসেবে যদি চিন্তাভাবনা করেন, তাহলে কিন্তু শান্তর ঘরোয়া রেকর্ড কিন্তু খুব একটা খারাপ নয়। আন্তর্জাতিকে তো এই ফরম্যাটে আমরা সবাই স্ট্রাগল করছি। টিম ম্যানেজম্যান্টের একটা মতামত আছে, আমাদের (নির্বাচক) একটা মতামত। সবার সম্মতিক্রমেই ওকে নেওয়া।'

যে বিপিএলের পরিসংখ্যার কথা বলেছেন সেই বিপিএলের সাম্প্রতিক অবস্থা কিন্তু শান্তর পক্ষে নয়। গত জানুয়ারিতে সর্বশেষ বিপিএলে ফরচুন বরিশালের হয়ে ১১ ম্যাচ খেলে ২০.৮৮ গড় আর ৯১.৭০ স্ট্রাইকরেট ১৮৮ রান করেছেন তিনি।

শান্তকে দলে নেওয়ার পেছনে স্পষ্ট কোন যুক্তি না দিয়ে মিনহাজুল জানান, সম্মিলিত সিদ্ধান্তেই তাকে নিয়েছেন তারা, 'আসলে আমরা সবাই মিলে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে। সবাই আমরা তাকে চেয়েছি।'

Comments

The Daily Star  | English

Tax collection falls short of IMF loan condition

government falls Tk 17,946 crore short of the revenue last fiscal year as one of IMF's $4.7 billion loan conditions

8h ago