নবি পয়েন্ট হারানোয় ফের অলরাউন্ড র্যাঙ্কিংয়ের শীর্ষে সাকিব
এশিয়া কাপে সময়টা ভালো যায়নি বাংলাদেশের। খুব একটা ভালো করতে পারেননি অধিনায়ক সাকিব আল হাসানও। তবে তারচেয়ে বাজে খেলেছেন আফগানিস্তান দলের অধিনায়ক মোহাম্মদ নবি। যে কারণে টি-টোয়েন্টির শীর্ষস্থান হারিয়েছেন এ আফগান। তাতে ফের শীর্ষে উঠে এসেছেন সাকিব।
বুধবার (১৪ সেপ্টেম্বর) টি-টোয়েন্টির র্যাঙ্কিংয়ের হালনাগাদ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেখানে অলরাউন্ডার কোটায় শীর্ষে ফিরেন সাকিব।
গত সপ্তাহেও নবির রেটিং পয়েন্ট ছিল ২৫৭। সাকিবের ছিল ২৪৮ পয়েন্ট। সাকিব আগের জায়গায় থাকলেও ১১ পয়েন্ট হারিয়ে নবির রেটিং পয়েন্ট এখন ২৪৬। যে কারণে তাকে টপকে যান টাইগার অধিনায়ক।
এবার এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ায় দুটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন সাকিব। যেখানে ব্যাট হাতে ৩৫ রান করার পাশাপাশি বাঁহাতি স্পিনে পেয়েছেন একটি উইকেট। অন্যদিকে গ্রুপ পর্বে শতভাগ জয়ে শেষ চারে জায়গা করে নেয় আফগানিস্তান। কিন্তু পাঁচ ম্যাচের চার ইনিংস ব্যাট করে মাত্র ১৬ রান করেন নবি। বল হাতে নেন তিনটি উইকেট।
এশিয়া কাপে ছন্দ ফিরে পাওয়ায় টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় ১৪ স্থান লাফিয়ে ১৫ নম্বরে উঠে এসেছেন ভারতীয় ব্যাটার বিরাট কোহলি। ফাইনালে দুর্দান্ত ব্যাটিং করা শ্রীলঙ্কার ভানুকা রাজাপাকশে এগিয়েছেন ৩৩ ধাপ। উঠে এসেছেন ৩৪ নম্বরে।
শ্রীলঙ্কার স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গাও টি-টোয়েন্টি বোলারদের তালিকায় তিন ধাপ লাফিয়ে উঠে এসেছেন ষষ্ঠ স্থানে। এশিয়া কাপে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হওয়ার পর অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে সাত ধাপ লাফিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছেন তিনি। বোলিংয়ের র্যাঙ্কিংয়েও এগিয়েছেন এক ধাপ।
Comments