বিশ্বকাপ শেষে ‘টি-টোয়েন্টি ছাড়বেন’ কোহলি!
ক্যারিয়ার প্রলম্বিত করার চিন্তা থেকে অনেক ক্রিকেটারই একটা সংস্করণ ছেড়ে দিচ্ছেন। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বিরাট কোহলিও এমনটা করতে পারেন বলে ধারণা শোয়েব আখতারের। পাকিস্তানের সাবেক তারকা পেসার মনে করেন, বৃহত্তর স্বার্থে ভারতের অন্যতম সেরা ব্যাটারের এমনটাই করা উচিত।
এশিয়া কাপের আগে ছন্দে না থাকায় কোহলি জায়গা নিয়ে উঠেছিল প্রশ্ন। কিন্তু এশিয়া কাপে এক সেঞ্চুরি আর দুই ফিফটিতে সেরা সময়ে ফেরার আভাস দেন তিনি। তার ব্যাটে দেখা যায় কুড়ি ওভারের ঝাঁজও। বিশ্বকাপ স্কোয়াডে ঠাঁই হয়েছে তাই কোন রকম প্রশ্ন ছাড়াই।
তবে আগামী বিশ্বকাপের পর সেরা অবস্থাতেই থেমে যাওয়া উচিত বলে মত শোয়েবের। ইন্ডিয়া ডটকমের সঙ্গে লাইভ আলোচনায় হাজির হয়ে পাকিস্তান তারকার ধারণা কোহলি হয়ত নভেম্বরের পর সেটাই করবেন, 'কোহলি টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পরই এই সংস্করণ থেকে অবসর নিতে পারে। সে এটা করতে পারে বাকি দুই সংস্করণে ক্যারিয়ারটা আরও লম্বা করতে। আমি তার জায়গায় থাকলে বৃহত্তর ছবিটা দেখে একটা সিদ্ধান্ত নিতাম'
৩৩ পেরুনো কোহলি ১০৪ টি-টোয়েন্টি খেলে ৫১.৯৪ গড় ও ১৩৮.৩৭ স্ট্রাইকরেটে ৩ হাজার ৫৮৪ রান করেছেন। এই সংস্করণে সবচেয়ে বেশি ৩২টি ফিফটি তার।
সাবেক পাকিস্তানি অলরাউন্ডার শহিদ আফ্রিদিও কদিন আগে বলেছিলেম, নিজের ছায়া হয়ে যাওয়ার আগে কোহলির অবসরের চিন্তা করা উচিত।
অবশ্য ওয়ানডে ও টেস্টে কোহলির আরও বছর পাঁচেক খেলা নিয়ে কোন সংশয় নেই কারোরই। আন্তর্জাতিক ক্রিকেটে কিংবদন্তি শচিন টেন্ডুলকারের একশো সেঞ্চুরির রেকর্ড ভাঙার দৌড়ে বর্তমান ক্রিকেটারদের মধ্যে ৭১ সেঞ্চুরি করে তিনি ঢের এগিয়ে। টি-টোয়েন্টি ছাড়লে আরও ৭ বছর তার আন্তর্জাতিক ক্যারিয়ার প্রলম্বিত হওয়ার প্রত্যাশা অনেকের। সেরকম হলে শততম সেঞ্চুরির রেকর্ড ভাঙার সুযোগও থাকবে বেশি।
Comments