ক্রিকেট

আমিরাতের বিপক্ষে বিশ্বকাপের কম্বিনেশন খুঁজবে বাংলাদেশ

রোববার বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে সিরিজ। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়া এই সিরিজে দলকে নেতৃত্ব দেবেন কিপার ব্যাটার সোহান।
nurul hasan sohan
ফাইল ছবি- স্টার

প্রতিপক্ষ নামেভারে বাংলাদেশের চেয়ে বেশ পিছিয়ে। তাই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে স্রেফ জয়ই নয়। আরও কিছু জিনিস প্রত্যাশায় বাংলাদেশ দল। কুড়ি ওভারের ক্রিকেটের পড়তি আত্মবিশ্বাস চাঙ্গা করার পাশাপাশি আদর্শ সমন্বয় খুঁজে নেওয়ার মিশনও নুরুল হাসান সোহানদের।

নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে দেশের বাইরে ক্যাম্প করতে চেয়েছিল টিম ম্যানেজমেন্ট। সেখানে বিসিবি রীতিমতো দুই ম্যাচের একটি আন্তর্জাতিক সিরিজই আয়োজন করে ফেলেছে।

রোববার বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে সিরিজ। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়া এই সিরিজে দলকে নেতৃত্ব দেবেন কিপার ব্যাটার সোহান।

শনিবার দলের অনুশীলন শেষে পাঠানো ভিডিও বার্তায় তিনি জানান তাদের লক্ষ্য সেরা কম্বিনেশন,  'এখানে দুটি ম্যাচ আছে, নিউজিল্যান্ডে খেলা আছে (ত্রিদেশীয় সিরিজ)। আমাদের সেরা কম্বিনেশন খোঁজার চেষ্টা করা হবে, যেন বিশ্বকাপে ভারসাম্যপূর্ণ দল পেয়ে যাই। বিশ্বকাপে একেক দিন একেক দলের সঙ্গে খেলা। (একাদশ) নির্ভর করবে সেদিনের পরিস্থিতি ও চাহিদার ওপর। এখানে ভালো সুযোগ সম্ভাব্য কম্বিনেশনগুলো পরীক্ষা করার।'

আইসিসি সহযোগী সদস্য দেশ আমিরাতও এবার খেলবে বিশ্বকাপে। বাংলাদেশ থেকে বেশ পিছিয়ে থাকা শক্তি হলেও স্বাভাবিক ক্রিকেটীয় ভব্যতায় প্রতিপক্ষকে একদম ছোট করে দেখতে চান না সোহান, 'কোনো দলকে দুর্বল বলা বা ছোট করা, এসব আমি ব্যবহার করতে চাই না। তারা আন্তর্জাতিক ক্রিকেট খেলছে, তাদের অবশ্যই সামর্থ্য আছে। বিশেষ করে টি-টোয়েন্টিতে যে দিন যে দল ভালো খেলে, তারাই ভালো ফল পায়। আমাদের ভালো খেলা ছাড়া অন্য কোনো পথ নেই। প্রক্রিয়া অনুসরণ করে আমরা ভালো খেলার চেষ্টা করব।'

'অবশ্যই ম্যাচ জেতায় মূল ফোকাস থাকবে। আন্তর্জাতিক ম্যাচ প্রতিটিই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের হয়ে প্রতিটি ম্যাচই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। অবশ্যই আমরা আমাদের শতভাগ দিয়ে খেলার চেষ্টা করব।'

এই সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ ২৭ সেপ্টেম্বর একই ভেন্যুতে।

Comments

The Daily Star  | English

BNP to enforce 36-hour blockade from Tuesday

The BNP and its allies have announced a 36-hour road-rail-waterway blockade in Bangladesh from Tuesday morning to protest the Election Commission's announcement of the schedule for the next national election announced by the Election Commission (EC)

32m ago