টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

Toss

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টস ভাগ্য পক্ষে আসেনি বাংলাদেশের। টস জিতে আগে ফিল্ডিং বেছে নিয়েছে স্বাগতিকরা।

রোববার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে যাওয়া বাংলাদেশ খেলাচ্ছে তিন পেসার। আছে পর্যাপ্ত স্পিনিং অপশন। একই ভেন্যুতে এশিয়া কাপে খেলা সর্বশেষ ম্যাচের দল থেকে অনুমিতভাবেই বদল এসেছে বেশ কয়েকটি।

নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান সিপিএল খেলতে আছেন ওয়েস্ট ইন্ডিজে। তার জায়গায় অধিনায়কত্ব করছেন নুরুল হসান সোহান। কিপার এই ব্যাটসম্যান চোটের কারণে ছিলেন না এশিয়া কাপে। চোট কাটিয়ে প্রত্যাশিতভাবেই ফিরেছেন লিটন দাস ও ইয়াসির আলি চৌধুরী। অবসর নেওয়া মুশফিকুর রহিম ও বাদ পড়া মাহমুদউল্লাহ রিয়াদ ছিলেন এশিয়া কাপে। তারা এবার নেই।

এশিয়া কাপে ভালো বল করলেও তাসকিন আহমেদের জায়গা হয়নি এই ম্যাচের একাদশে। তার বদলে খেলছেন বিশ্বকাপের মূল স্কোয়াডে না থাকা শরিফুল ইসলাম। 

বাংলাদেশ একাদশ: 

লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, ইয়াসির আলি, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফুদ্দিন, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ ও শরিফুল ইসলাম।

সংযুক্ত আরব আমিরাত একাদশ: 

মোহাম্মদ ওয়াসিম, চিরাগ সুরি, রিজওয়ান সিপি, ভ্রিতিয়া অরবিন্ড, জুনায়েদ সিদ্দিকি, বাসিল হামিদ, আলিশান শারাফু, জাওয়ার ফরিদ, সাবির আলি, কার্তিক মেইয়াপন, আরিয়ান লারকা, আয়ান খান।  

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Govt issues ordinance amending Anti-Terrorism Act

Activities of certain entities, and activities supporting them can now be banned

56m ago