টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

বাছাইয়ের জমজমাট ফাইনালে ৭ রানে জিতেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
ছবি: বিসিবি

ওপেনার ফারজানা হকের হাফসেঞ্চুরিতে লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ। জবাব দিতে নেমে এক পর্যায়ে ৫৮ রানে ৭ উইকেট হারিয়ে ফেলা আয়ারল্যান্ড শেষদিকে জমিয়ে তুলল ম্যাচ। তবে লাল-সবুজ জার্সিধারীদের বোলাররা লাগাম ছাড়লেন না। রুমানা আহমেদ, সানজিদা আকতার মেঘলা, নাহিদা আকতার ও সোহেলি আকতার কাড়লেন নজর। তাদের নৈপুণ্যে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হলো টাইগ্রেসরা।

রোববার আবুধাবিতে বাছাইয়ের জমজমাট ফাইনালে ৭ রানে জিতেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টস জিতে ব্যাটিংয়ে নেমে তারা ৮ উইকেটে ১২০ রান জমা করে স্কোরবোর্ডে। জবাবে পুরো ওভার খেলে আইরিশরা করতে পারে ৯ উইকেটে ১১৩ রান। গ্রুপ পর্বে দুই দলের আগের দেখাতেও শেষ হাসি হেসেছিল বাংলাদেশ।

আয়ারল্যান্ডকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। পাঁচ ম্যাচের সবগুলো জিতে অপরাজিত টুর্নামেন্টে অপরাজিত থাকল নিগার সুলতানা জ্যোতির দল। তবে ফাইনালে ওঠায় দুই দলের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত হয়েছিল আগেই। আগামী বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হবে ১০ দলের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ নারী দল: ২০ ওভারে ১২০/৮ (মুর্শিদা ৬, ফারজানা ৬১, নিগার ৬, রুমানা ২১, মোস্তারি ৬, রিতু ৯, সালমা ৪, লতা ০, নাহিদা ৩*; ম্যাগুইয়ার ০/১৭, রিচার্ডসন ১/২১, কেলি ২/১৭, প্রেনডেরগাস্ট ০/১৭, মারে ২/২১, ডেলানি ৩/২৭)

আয়ারল্যান্ড নারী দল: ২০ ওভারে ১১৩/৯ (হান্টার ৭, লুইস ৪, প্রেনডেরগাস্ট ৯, ডেলানি ১২, রিচার্ডসন ১৮, স্টোকেল ০, কাভানাহ ০, ওয়ালড্রন ১৯, কেলি ২৮*, মারে ১৩, ম্যাগুইয়ার ১*; সালমা ০/২১, সানজিদা ২/১৬, নাহিদা ২/৩১, সোহেলি ২/২০, রুমানা ৩/২৪)

ফল: বাংলাদেশ ৭ রানে জয়ী ও চ্যাম্পিয়ন।

Comments

The Daily Star  | English
Drug sales grow at slowest pace in five years

Drug sales grow at slowest pace in five years

Experts and industry people blame higher inflationary pressure confronting a larger section of the population, especially low-income households, since May 2022, for the slower growth since their purchasing power has eroded significantly.

1h ago