টস হেরে আবারও ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মোস্তাফিজ
প্রথম ম্যাচের মতো এবারও টস জিতেছে সংযুক্ত আরব আমিরাত। অনুমিতভাবেই বাংলাদেশকে আগে ব্যাট করতে পাঠিয়েছে তারা। এই ম্যাচে একাদশে পেস আক্রমণে দুই বদল এনেছে বাংলাদেশ।
সাদামাটা বল করা মোস্তাফিজুর রহমানকে বসিয়ে ইবাদত হোসেন এবং প্রথম টি-টোয়েন্টিতে ৩ উইকেট নেওয়া শরিফুল ইসলামকে সরিয়ে তাসকিন আহমেদকে খেলাচ্ছে সফরকারীরা।
মঙ্গবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে আমিরাত অধিনায়ক সিপি রিজওয়ান জানান, বরাবরেরন মতই দুবাইর উইকেটে রান তাড়ার সুবিধা কাজে লাগাতে চান তারা। টস জিতে ফিল্ডিং নিত বাংলাদেশও। তবে আগে ব্যাট করতে হলেও সমস্যা দেখছেন না নুরুল হাসান সোহান। ম্যাচ জিততে ১৬০ থেকে ১৭০ রান করতে চান তারা।
প্রথম ম্যাচে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশ আফিফ হোসেনের ফিফটিতে করেছিল ১৫৮ রান। ওই রান পেরিয়ে জেতার সম্ভাবনা তৈরি করে পরে ৭ রানে হেরে যায় আমিরাত।
এই ম্যাচ জিতলে স্বাগতিকদের ২-০ ব্যবধানে সিরিজ হারাবে বাংলাদেশ। স্বাগতিকরা ঐতিহাসিক জয় পেলে ড্র হয়ে যাবে সিরিজ। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে একাদশে একটি বদল এনেছে আমিরাত। পেসার জুনায়েদ সিদ্দিকির বদলে খেলছেন জহুর খান।
বাংলাদেশ একাদশ:
মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, লিটন দাস, আফিফ হোসেন, ইয়াসির আলি, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন, ইবাদত হোসেন, তাসকিন আহমেদ।
সংযুক্ত আরব আমিরাত একাদশ: সিপি রিজওয়ান (অধিনায়ক), ভ্রিতিয়া অরভিন্দ, চিরাগ সুরি, মুহাম্মদ ওয়াসিম, বাসিল হামিদ, আরিয়ান লাকরা, জাওয়ার ফরিদ, কার্তিক মিয়াপ্পান, জহুর খান, সাবির আলি, আয়ান খান।
Comments