সিলেটে নতুন গ্রাউন্ডের আন্তর্জাতিক অভিষেক

শনিবার সকালে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বেলুন উড়িয়ে এশিয়া কাপ ও নতুন গ্রাউন্ডের উদ্বোধন করেন। এটি বাংলাদেশের নবম আন্তর্জাতিক গ্রাউন্ড, সিলেটের দ্বিতীয়।
Sylhet International Cricket Stadium, Ground-2
ছবি: বিসিবি

মেয়েদের এশিয়া কাপ ক্রিকেট দিয়ে আরও একটি আন্তর্জাতিক গ্রাউন্ডের দেখা পেল বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড-২ পেল আন্তর্জাতিক স্বীকৃতি।

Sylhet International Cricket Stadium, Ground-2

শনিবার সকালে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বেলুন উড়িয়ে এশিয়া কাপ ও নতুন গ্রাউন্ডের উদ্বোধন করেন। এটি বাংলাদেশের নবম আন্তর্জাতিক গ্রাউন্ড, সিলেটের দ্বিতীয়। সিলেটের প্রথম আন্তর্জাতিক ভেন্যু এই আঙিনাতেই। মূলত ওই ভেন্যুরই আউটার গ্রাউন্ড হিসেবে পরিচিত ছিল অভিষিক্ত গ্রাউন্ডটি।

Bangladesh Women Cricket

বিপুল সংস্কার ও আধুনিক সকল সুবিধা নিয়ে পরে তৈরি করা হয় এই মাঠ। এক পাশে ড্রেসিং রুম ও মিডিয়া বক্স। বাকি তিন পাশে সবুজের টিলা ভূমিতে বানানো হয়েছে গ্যালারি।

নতুন আন্তর্জাতিক গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাটিং বেছে নেয় থাইল্যান্ডের মেয়েরা। এবারের এশিয়া কাপে প্রথম পাঁচদিনে শুরুর নয়টি ম্যাচই হবে দুই নম্বর গ্রাউন্ডে, যেটি এখানে একাডেমি মাঠে হিসেবেও পরিচিত।

Comments

The Daily Star  | English
Income tax submission

Shahnaz Rahman among top taxpayers of FY 23

The National Board of Revenue (NBR) has announced the names of 141 highest tax-paying companies and individuals for the fiscal year of 2022-23 with Transcom Group Chairman Shahnaz Rahman, The Daily Star Editor Mahfuz Anam, and Prothom Alo Editor Matiur Rahman topping the list once again.

24m ago