ছয় সপ্তাহ ব্যাট স্পর্শ না করে জেমাইমার ৭৬

সংবাদ সম্মেলন শেষে বেরিয়ে যাওয়ার সময় জেমাইমা রদ্রিগুয়েজ মুখে চওড়া হাসি ঝুলিয়ে বললেন, ‘আমার জীবনের সবচেয়ে ছোট প্রেস কনফারেন্স’। 
Jemimah Rodrigues

সংবাদ সম্মেলন শেষে বেরিয়ে যাওয়ার সময় জেমাইমা রদ্রিগুয়েজ মুখে চওড়া হাসি ঝুলিয়ে বললেন, 'আমার জীবনের সবচেয়ে ছোট প্রেস কনফারেন্স'।  মাত্র চারটি প্রশ্নের জবাব দিতে হয়েছে তাকে। এতেই তিনি বুঝিয়ে দিয়েছেন কতটা বাকপটু তিনি। সোশ্যাল মিডিয়ায় তার বেশ কিছু শো সেই প্রমাণ আগেও দিয়েছে।

শনিবার উত্তাপহীন ম্যাচে শ্রীলঙ্কাকে ৪১ রানে হারিয়েছে ভারত। দলের জয়ে সবচেয়ে বড় অবদান জেমাইমার। ২৩ রানে ২ উইকেট হারানোর পরিস্থিতি থেকে দলকে টেনে পাইয়ে দেন দেড়শো রানের পুঁজি। ৫৩ বলে ১১ চার ১ ছক্কায় ৭৬ করে ম্যাচ সেরা হন তিনি। নারীদের এশিয়া কাপে ফেভারিট ভারত পায় দারুণ সূচনা।

অথচ এশিয়া কাপের আগে লম্বা সময় কব্জির চোটে দলের বাইরে ছিলেন তিনি। দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া শেষে ফিরেই পেয়েছেন ছন্দ। সংবাদ সম্মেলনে জানালেন, প্রিয় ব্যাট স্পর্শ করতে পারেননি ছয় সপ্তাহ,  'আমি ছয় সপ্তাহের মধ্য ব্যাট স্পর্শ করিনি। যেটা আমার জন্য ছিল সবচেয়ে কঠিন ব্যাপার। আমি ব্যাটিং ভালোবাসি, ক্রিকেট খেলা ভালোবাসি। কিন্তু এটা এক সময় কাজে দিয়েছে। আমি আমার ফিটনেস নিয়ে কাজ করতে পেরেছি। আমি জাতীয় একাডেমিতে পুনর্বাসনে ছিলাম। সেখানে রজনি স্যার, শার্লি ম্যামরা ছিলেন। ফিজিও আমাকে খুব সাহায্য করেছেন সময়টাতে।'

'বাড়িতে আমার বাবা-মা সমর্থন করেছেন। শুধু আমি একা না, আমার চারপাশের মানুষজন  আমাকে এই পর্যায়ে নিয়ে আসতে সাহায্য করেন। আমার মনে হয় সবারই জয় এটা। '

Jemimah Rodrigues

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড দুইয়ে টস হেরে খেলতে নেমে বিপদে পড়ে ভারত। এরপরে হারমানপ্রিত কউরের সঙ্গে ৭১ বলে তিনি গড়েন ৯২ রানের জুটি। এতেই হয়ে যায় জেতার ভিত। জানালেন পরিকল্পনা করেই মিলেছে ফল,   'একটাই চিন্তা মাথায় ছিল যে জুটি গড়ব। সেটাই করতে পেরেছি। আমরা ব্যাটিং উপভোগ করছিলাম। আরেকটা বিষয় হচ্ছে আমি নেটে ব্যাটিং খুব উপভোগ করছিলাম। আমার টাইমিং খুব ভালো হচ্ছিল দুই উইকেট পড়ার পরও। পিচটা একটু নিচুর দিকে ছিল। কিন্তু ব্যাটিং উপভোগ করেছি।'

Comments

The Daily Star  | English

Police see dead man running

Prisoners, migrants, even the deceased get implicated in cases

1h ago