‘পাকিস্তানকে হারাতে আমাদের স্পিন পর্যাপ্ত’

Rumana Ahmed
লেগ স্পিনিং অলরাউন্ডার রুমানা আহমেদ। ছবি: বিসিবি

বল কিছুটা থেমে আসছে ব্যাটে, টার্ন করছে,  কিছু বল নিচুও হচ্ছে। এবার মেয়েদের এশিয়া কাপে এখন পর্যন্ত স্পষ্ট প্রাধান্য স্পিনারদের। থাইল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে দুই ওভার ছাড়া বাকি সব করিয়েছে স্পিন দিয়ে। মালয়েশিয়ার বিপক্ষে পাকিস্তানও ৩ ওভারের বেশি পেসারদের বল করতে দেয়নি। স্পিন শক্তিতে বলিয়ান এই দুই দল সোমবার মুখোমুখি হচ্ছে। স্পিনে পটু পাকিস্তানিদের ঘায়েল করতে নিজেদের শক্তির জায়গাতে আস্থা বাংলাদেশের। অলরাউন্ডার রুমানা আহমেদ জানান, স্পিন দিয়েই বিসমাহ মারুফদের আক্রমণ করবেন তারা।

থাইল্যান্ডকে উড়িয়ে টুর্নামেন্ট শুরু করা নিগার সুলতানার দল সত্যিকারের চ্যালেঞ্জে পড়তে যাচ্ছে সোমবার। সকাল ৯টায় বাংলাদেশ লড়বে পাকিস্তানের বিপক্ষে।

Salma Khatun & Nahida Akter

এক দলে নিদা দার, সাদিয়া ইকবাল, তুবা হাসান। আরেকদিকে সালমা খাতুন, রুমানা আহমেদ, নাহিদা আক্তাররা। দুই দলের স্পিন আক্রমণই যে ম্যাচের ফল নির্ধারণ করে দেবে তা অনুমেয়। তবে অভিজ্ঞতা ও সাম্প্রতিক ছন্দ মিলিয়ে পাকিস্তানের থেকে নিজেদের বোলিং আক্রমণ এগিয়ে রাখছেন লেগ স্পিনার রুমানা, 'জানি ওরা স্পিন বল ভালো খেলে। কিন্তু স্পিন দিয়েই তো ওদের বরাবর অ্যাটাক করেছি। আমাদের স্পিনাররা আগে যেটা করতো, এর চেয়ে বেশি ভালো করছে। আমরা দেখেছি যে ম্যাচগুলো খেলেছি, স্পিনাররা বেস্ট এফোর্টা দিয়ে আসছে। এখানেও পাকিস্তানকে হারাতে আমাদের স্পিন পর্যাপ্ত।'

টি-টোয়েন্টিতে পাকিস্তানের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে বেশ পিছিয়ে বাংলাদেশ। দুই দলের ১৭ ম্যাচের মধ্যে ২টি হয় পরিত্যক্ত। বাকি ১৫ ম্যাচের মধ্যে বাংলাদেশ জিততে পেরেছে কেবল একবার। সেই জয় এসেছে মালয়েশিয়ায় সর্বশেষ এশিয়া কাপে। চ্যাম্পিয়ন হওয়ার পথে পাকিস্তানকে হারিয়েছিলেন জ্যোতিরা।

রুমানা অবশ্য শুধু টি-টোয়েন্টির পরিসংখ্যান দিয়ে সবটা মাপতে নারাজ। ওয়ানডেতে দুই দলের ১২ দেখায় যে ছয় জয় আছে বাংলাদেশের। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপেও পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। সেসব মনে করিয়ে নিজেদের দিকে পাল্লা ভারি রাখতে চাইলেন রুমানা,  'শেষ বিশ্বকাপে আমরা ওদের হারিয়েছি। ওদের মাটিতেও  হারিয়েছে। বেশ কিছু অর্জন  আছে ওদের বিপক্ষে। শেষ অনেকদিন ওদের কাছে হারিনি। এটা আমাদের মেয়েরা অবশ্যই ভালো কিছু করবে। শেষ এশিয়া কাপেও আমরা ভালো করেছি। এখানেও আমরা খুব সিরিয়াস, বেস্ট এফোর্টটা দেবো।'

Comments