উইকেট বুঝতে ভুল করেছে বাংলাদেশ?
স্পিন দিয়েই পাকিস্তানকে হারিয়ে দেওয়ার ছক এঁকেছিল বাংলাদেশ, কিন্তু উলটো সেই স্পিনেই বধ হয়েছে নিজেরা। একপেশে ম্যাচে বিশাল হারের পর প্রশ্ন উঠছে দলের পরিকল্পনা নিয়ে। টস হেরে ব্যাটিং করতে গিয়ে পড়তে হয় বিস্তর ভোগান্তিতে। অবাক করা বিষয় টস জিতলেও ভিন্ন কিছু না, ব্যাটিংই নাকি করত বাংলাদেশ।
সকালে টস হেরে যাওয়ার পর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানান, টস জিতলেও আগে ব্যাটিং বেছে নিতেন তারা। ম্যাচ শেষেও এমন ভাবনার কারণ জানতে চাওয়া হয় তার কাছে। বাংলাদেশ অধিনায়ক জানান, তারা ভেবেছিলেন উইকেট ব্যাট করার জন্য বেশ ভালোই হবে। কিন্তু পরে নেমে দেখেন বল থেমে আসছে, টার্ন করছে, নিচুও হচ্ছে।
এবারের মেয়েদের এশিয়া কাপের প্রথম পাঁচ দিনে নয় ম্যাচ রাখা হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড দুইয়ে। এই মাঠের উইকেট প্রতিদিনই সুবিধা দিচ্ছে স্লো বোলারদের। এদিন খেলা হয় ছয় নম্বর উইকেটে। তাতে ধুঁকতে ধুঁকতে বাংলাদেশ করতে পারে ৭০ রান। যা ৪৬ বল আগে পেরিয়ে যায় পাকিস্তান।
এদিন দলের হয়ে ২৯ বলে সর্বোচ্চ ২৪ রান করেন সালমা। তার মূল যে ভূমিকা সেখানে তিনি ব্যর্থ। ৪ ওভারে দেন ২৭ রান। ম্যাচ শেষে কথা বলতে এসে অভিজ্ঞ এই ক্রিকেটার জানান, উইকেটটি ছিল ভিন্ন। উইকেটের কারণে তালগোল পাকিয়েছে ব্যাটিং, 'উইকেটটা আলাদা ছিল। অনেক টার্ন হয়েছে। আগের ম্যাচে কিন্তু এমন ছিল না। এই কারণে ব্যাটাররা একটু বিট হয়েছে। প্রথম ওভারেই একটা উইকেট পড়ে গিয়েছি যে কারণে চাপটা আরও বেড়ে গিয়েছে।'
এমনিতে সকাল বেলা টি-টোয়েন্টি ম্যাচে আগে ব্যাট করা হয় কঠিন। তারমধ্যে মন্থর ও টার্নিং উইকেটে আগে ব্যাট করার ভাবনা কেন ছিল দলের? তবে কি উইকেট বুঝতে ভুল হয়েছে? সালমা এমন প্রশ্ন এড়িয়ে গেছেন অনুমিতভাবে, তবে তাতে আড়াল থাকেনি তাদের পরিকল্পনায় গোলমাল লাগার কথা, 'আসলে অধিনায়কের কী সিদ্ধান্ত ছিল এটা আমি জানি না। হয়তো অধিনায়ক, কোচ, ম্যানেজম্যান্ট সিদ্ধান্ত নিয়েছে। আসলে আলাদা উইকেটে আলাদা ম্যাচ হয়েছে। আর আজকের দিনটা হয়তো ওদের ছিল।'
উইকেট বুঝতে ভুল করার কারণে ব্যাটিং অ্যাপ্রোচেও হয়ত প্রভাব রেখেছে। শুরুতে মেরে খেলার অ্যাপ্রোচে ব্যাট ঘুরিয়ে ব্যর্থ হয়ে টপাটপ উইকেট পড়েছে। এই উইকেটে কত রান আদর্শ হবে সেই চিন্তা দেখা যায়নি দলের। ৩ রানে ৩ উইকেট পড়ার পর প্লান 'এ' বদল করে প্লান 'বি' তেও যেতে দেখা যায়নি। নিজেদের ব্যাটিংয়ে প্রথম পাঁচ ওভারেই যেন ম্যাচ হেরে বসে বাংলাদেশ। শরীরী ভাষায় গোটা ম্যাচে দেখা গেছে যার ছাপ।
Comments