মুরশিদা-নিগারের ফিফটিতে বাংলাদেশের ১২৯
ইনিংসের প্রথম বলেই শামীমা সুলতানাকে হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। তিনে নেমে আড়ষ্ট হয়ে চাপ বাড়িয়ে ফেরেন ফারজানা হক পিংকিও। পরে ওপেনার মুরশিদা খাতুনের এক প্রান্ত ধরে খেলার মাঝে চারে নেমে ঝড় তুলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তাতে মন্থর উইকেটে বাংলাদেশ পেয়েছে চ্যালেঞ্জিং পুঁজি।
বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মেয়েদের এশিয়া কাপে খর্ব শক্তির মালয়েশিয়ার বিপক্ষে ৫ উইকেটে ১২৯ রান করেছে বাংলাদেশ। দলের হয়ে মুরশিদা ৫৪ বলে করেন সর্বোচ্চ ৫৬ রান। ৩২ বলে ফিফটি করা অধিনায়ক নিগার ৩৪ বলে করেন ৫৩।
উইকেটে মন্থরতা থাকলেও দিনের খেলা হওয়ায় টস জিতে আগে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। শাসা আজিমের প্রথম বলেই এলবিডব্লিউতে বিদায় নেন শামীমা।
তিনে নামা ফারজানা খেলা করে দেন মন্থর। একের পর এক ডট বল খেলে নিজের ও দলের উপর চাপ বাড়াতে থাকেন তিনি। নবম ওভারে ফারজানা যখন আউট হন তখন দলের স্কোর কেবল ৩৪। ২৪ বল খেলে অভিজ্ঞ ব্যাটার করেন ১০ রান।
এরপর চতুর্থ উইকেটে ৬৩ বলে ৮৭ রানের জুটি গড়েন নিগার ও মুরশিদা। যাতে ৩৪ বলে ৫৩ করে অবদান নিগারের। বাংলাদেশ অধিনায়ক তার ইনিংসে মেরেছেন ৬ চার ও ১ ছক্কা। শেষ দিকে রান আউট হওয়া বাঁহাতি মুরশিদা ৬ চারে করেন ৫৪।
Comments