অভিষেকেই হ্যাটট্রিকের কীর্তি গড়লেন বাংলাদেশের তৃষ্ণা

Fariha Trisna
ছবি: এসিসি

৬ষ্ঠ ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বল। বাঁহাতি পেসার ফারিহা তৃষ্ণা তিনটা বলই ফেললেন এক জায়গায়। লেন্থ থেকে ভেতরে ঢোকা বল মিস করলেন ব্যাটাররা। তিন বলেই কাবু তিন ব্যাটার। অভিষেকেই হ্যাটট্রিকের কীর্তি গড়লেন তৃষ্ণা।

৬ষ্ঠ ওভারের দ্বিতীয় বলে মালয়েশিয়ার অধিনায়ক উইনফ্রেড দুরাইসিঙ্গামকে বোল্ড করে উইকেট নেওয়া শুরু তৃষ্ণার। পরের বলে একইভাবে তিনি ছাঁটেন মাস ইলিয়াকে।  মাস লাইন মিস করে হন এলবিডব্লিউ। হ্যাটট্রিক বলটাও একই জায়গায় রাখেন তৃষ্ণা। ব্যাটার মাহিরাহ ইসমাইলও খুঁজে পাননি উত্তর। তার স্টাম্প উড়ে যায়। হ্যাটট্রিকের আনন্দে উচ্ছ্বাসে ফেটে পড়েন তিনি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশি কোন বোলারের এটি দ্বিতীয় হ্যাটট্রিক। ২০১৮ সালে প্রথমবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন লেগ স্পিনার ফাহিমা খাতুন।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মেয়েদের এশিয়া কাপে বাংলাদেশ করে ১২৯ রান। জবাবে তৃষ্ণার তোপে ১৩ রানে  ৩ উইকেট হারিয়ে ফেলে মালয়েশিয়া।

গত বছর ঘরোয়া ক্রিকেটের এক ম্যাচে ৬ উউকেট নিয়ে আলোচনায় আসেন তৃষ্ণা। বাঁহাতি পেসার হওয়ায় বাড়তি একটা সুবিধা ছিল তার। ডানহাতি ব্যাটারদের বেলায় বল ভেতরে ঢোকানোর দক্ষতা থাকায় জাতীয় দলে ডাক পড়তে দেরি হয়নি। 

২০২১ সালের নভেম্বরে বাংলাদেশের জার্সিতে ওয়ানডে অভিষেক তৃষ্ণার। এরপর খেলেছেন ৫ ম্যাচ। টি-টোয়ন্টি স্কোয়াডে একাধিকবার থাকলেও ম্যাচ পাচ্ছিলেন না তিনি। সংযুক্ত আরব আমিরাতে বিশ্বকাপ বাছাইপর্বে জাহানারা আলমের জায়গায় ডাক পেয়েছিলেন, একাদশে সুযোগ মেলেনি। এবার এশিয়া কাপেও প্রথম দুই ম্যাচ থাকতে হয় বাইরে। মালয়েশিয়ার বিপক্ষে তাকে সুযোগ দিয়ে বাজিমাত করল টিম ম্যানেজমেন্ট। 

Comments

The Daily Star  | English

Israel wants to take control of all of Gaza: Netanyahu

The Israel PM says Israel intends to take military control of all of Gaza and will eventually hand it over to armed forces

1h ago