ছোট্ট ভক্তকে হারিয়ে শোকাহত মিলার

রাঁচিতে বসে নিজের ইন্সটাগ্রামে এই খবর দিয়েছেন মিলার। ছোট্ট ভক্ত অ্যানের সঙ্গে কাটানো মুহূর্তগুলো জড়ে করে বানানো একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘শান্তিতে ঘুমাও ছোট্ট রকস্টার। সব সময় ভালোবাসি।’
David Miller

ভারত সফরে খেলতে এসেছে প্রচণ্ড খারাপ খবর পেলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার ডেভিড মিলার। মারা গেছেন তার ঘনিষ্ঠ বন্ধুর পাঁচ বছরের মেয়ে অ্যান। ক্যান্সার আক্রান্ত হয়ে অনেকদিন ধরেই অসুস্থ থাকা অ্যান ছিল মিলারের প্রবল ভক্ত, মিলার ছিলেন  তার বেশ কাছের মানুষ।

রাঁচিতে বসে নিজের ফেসবুক ও ইন্সটাগ্রামে এই খবর দিয়েছেন মিলার। ছোট্ট ভক্ত অ্যানের সঙ্গে কাটানো মুহূর্তগুলো জড়ে করে বানানো একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, 'শান্তিতে ঘুমাও ছোট্ট রকস্টার। সব সময় ভালোবাসি।'

ইন্সটাগ্রাম স্টোরিতে এই ক্রিকেটার আরও বিশদভাবে লিখেছেন বন্ধুর মেয়েকে হারানোর হাহাকারের কথা,  'আমার স্কাট, তোমাকে প্রচণ্ডভাবে মিস করব। তোমার মধ্যে লড়াই করার অসম্ভব ক্ষমতা ছিল, সেটা আর কারো মধ্যে নেই। তুমি সবসময় অবিশ্বাস্যভাবে ইতিবাচক থাকতে, হাসিখুশি থাকতে ভালোবাসোতে। তুমি আমাকে শিখিয়েছ কীভাবে জীবনের প্রতিটি মুহূর্ত উদযাপন করতে হয়। আমি তোমাকে ভালোবাসি। শান্তিতে ঘুমাও।'

ক্যান্সার আক্রান্ত অ্যানের পাশে ছিলেন মিলার। নানান সময়ে তাকে যুগিয়েছেন সাহস, সময় দিয়ে আনন্দেও রেখেছিলেন।

ভারত সফরে টি-টোয়েন্টি সিরিজ শেষে ওয়ানডে খেলছিল দক্ষিণ আফ্রিকা। গত বৃহস্পতিবার লক্ষ্ণৌতে প্রথম ওয়ানডেতে ভারতকে ৯ রানে হারায় প্রোটিয়ারা। দলের জয়ে ৬৩ বলে ৭৫ রান করে অবদান রাখেন মিলার।  রাঁচিতে আজ দ্বিতীয় ওয়ানডে খেলবে ভারত-দক্ষিণ আফ্রিকা। বন্ধুর এই ছোট্ট মেয়ের জন্যই হয়ত এই ম্যাচে বাড়তি কিছু করতে চাইবেন আগ্রাসী এই ব্যাটার।

Comments

The Daily Star  | English
30 parties to join Jan 7 polls

30 parties to join Jan 7 polls: EC

Candidates from 30 out 44 registered political parties have submitted nomination papers for the January 7 national election

1h ago