তিন সপ্তাহ আগেও উড়ছিলাম, এখন পারছি না: বার্সা কোচ

রায়ো ভায়াকানোর সঙ্গে প্রথম ম্যাচেই হোঁচট। তবে এরপর থেকেই উড়তে শুরু করে বার্সেলোনা। প্রতি ম্যাচেই একাধিক গোলের ব্যবধানে জয়। কিন্তু শেষ তিন-চার সপ্তাহে আবার পাল্টে গেছে সব কিছুই। চ্যাম্পিয়ন্স লিগে টানা দুটি হার, সঙ্গে লা লিগায় শেষ দুটি ম্যাচে হোঁচট খেতে খেতে কোনোমতে জয়। যেন মুদ্রার উল্টো পিঠটাই দেখছেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ।
xavi hernandez

রায়ো ভায়াকানোর সঙ্গে প্রথম ম্যাচেই হোঁচট। তবে এরপর থেকেই উড়তে শুরু করে বার্সেলোনা। প্রতি ম্যাচেই একাধিক গোলের ব্যবধানে জয়। কিন্তু শেষ তিন-চার সপ্তাহে আবার পাল্টে গেছে সব কিছুই। চ্যাম্পিয়ন্স লিগে টানা দুটি হার, সঙ্গে লা লিগায় শেষ দুটি ম্যাচে হোঁচট খেতে খেতে কোনোমতে জয়। যেন মুদ্রার উল্টো পিঠটাই দেখছেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ।

রোববার রাতে ন্যু ক্যাম্পে লা লিগার ম্যাচে সেল্তা ভিগোর বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে জিতেছে বার্সেলোনা। শুরু থেকে একের পর এক আক্রমণের ১৭তম মিনিটে জয়সূচক গোলটি আদায় করে নেন পেদ্রি। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ছন্দ হারায় দলটি। উল্টো ভীতি ছড়াচ্ছিল সেল্তা ভিগো। সুযোগ নষ্ট না করলে হতে পারতো ভিন্ন ফলাফলও।

এমন জয়ে লিগে শীর্ষে ফেরার স্বস্তি পেলেও বাস্তবতা ঠিকই টের পাচ্ছেন বার্সা কোচ, 'আজ আমরা বুঝেছি কীভাবে সংগ্রাম করতে হয়, যদিও দুই অর্ধ শেষে আমরাই ম্যাচ জিতেছি এবং এটা আমাদের শীর্ষে ফিরিয়ে এনেছে। ভালো না হয়েও আপনাকে ম্যাচ খেলতে হবে। মৌসুমের এমন কিছু মুহূর্ত আছে যখন আপনি উড়বেন, তিন সপ্তাহ আগেও আমরা উড়ছিলাম এবং এখন আমরা পারছি না। তবে এমন ম্যাচও আপনাকে খেলতে হবে।'

সবমিলিয়ে ম্যাচে নিজেদের অনেক ঘাটতি দেখছেন জাভি। খেলায় আরও অনেক উন্নতির জায়গা দেখছেন এ কোচ, 'আমাদের অনেক উন্নতি করতে হবে এবং ম্যাচের শুরু থেকে আমাদের আরও ভালো খেলতে করতে হবে। যতক্ষণ না সেরাটা আসে, যতক্ষণ ম্যাচ নিষ্পত্তি না হয়, ততক্ষণ প্রতিদ্বন্দ্বিতা করে যেতে হবে।'

গত এক মাসে অবশ্য বেশ কিছু নির্ভরযোগ্য খেলোয়াড়কে হারিয়েছে বার্সেলোনা। এরমধ্যে দলের রক্ষণভাগের খেলোয়াড়ের সংখ্যাই বেশি। আর তার খেসারৎটাই দিতে হচ্ছে দলটিকে। রোনালদ আরাহো, জুলস কুন্দে, আন্দ্রেয়াস ক্রিস্তেনসেন, হেক্তর বেলেরিন, মেমফিস ডিপাই, ফ্র্যাঙ্ক কেসিদের মতো খেলোয়াড়কে পাচ্ছে না দলটি।

তাই গোলরক্ষক মার্ক আন্ড্রে-টের স্টেগেনের উপর চাপ বাড়ছে বলে মনে করেন জাভি, 'দুই সপ্তাহ আগে আমরা লেভানদোভস্কির ওপর নির্ভর করতাম, এখন টের স্টেগেনের ওপর নির্ভর করছি। বর্তমানে বার্সার খেলোয়াড়দের অবস্থা এমনই। আমাদের এই দলের উপরই নির্ভর করতে হবে। আমরা টানা সাতটি ম্যাচ জিতেছি, ক্লিন শিট ধরে রেখেছি। আমাদের ইতিবাচক হতে হবে।'

জিতলেও নিজেদের খেলায় সন্তুষ্ট নন জাভি, 'প্রথমার্ধে আমরা খুব ভালো করেছি। ৪০ মিনিট খুব ভালো ছিল। তারপর আমরা তীব্রতা ও ছন্দ হারিয়েছি এবং আমরা বাজেভাবে শেষ করেছি। আমাদের আরও ধারাবাহিক হতে হবে। প্রতি তিন দিন পর পর খেলায় কিছুটা ক্লান্তি চলে আসে। তবে আপনাকে অবশ্যই ২-০ করতে হবে। তারা আমাদেরকে পুরোপুরি আটকেও রাখতে পারত। আমাদের পরবর্তী ম্যাচের জন্য উন্নতি করতে হবে, আমি সন্তুষ্ট নই।'

Comments

The Daily Star  | English

S Alam sons: They used fake pay orders even to legalise black money

Ashraful Alam and Asadul Alam Mahir, two sons of controversial businessman Mohammed Saiful Alam, deprived the state of Tk 75 crore in taxes by legalising Tk 500 crore in undisclosed income, documents obtained by The Daily Star have revealed.

1h ago