এবার পাকিস্তানকে উড়িয়ে দিল নিউজিল্যান্ড

ক্রাইস্টচার্চে মঙ্গলবার ত্রিদেশীয় সিরিজের ম্যাচে পাকিস্তানকে ৯ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। আগে ব্যাটিং বেছে মাত্র ১৩০ রান করেছিলেন বাবর আজমরা। ২৩ বল আগে ওই রান পেরিয়ে যায় স্বাগতিকরা।
Finn Allen

টুর্নামেন্টে প্রথম দেখায় পাকিস্তানের কাছে উড়ে গিয়েছিল নিউজিল্যান্ড, দ্বিতীয় দেখায় ফল হলো একদম ভিন্ন। এবার নিউজিল্যান্ডই বাবর আজমদের উড়িয়ে তুলেছে জয়। দারুণ বোলিংয়ে পাকিস্তানকে অল্প রানে থামিয়ে দেওয়ার পর ফিন অ্যালেন-ডেভন কনওয়েদের ব্যাটে অনায়াসে জিতেছে কিউইরা।

ক্রাইস্টচার্চে মঙ্গলবার ত্রিদেশীয় সিরিজের ম্যাচে পাকিস্তানকে ৯ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। আগে ব্যাটিং বেছে মাত্র ১৩০ রান করেছিলেন বাবর আজমরা। ২৩ বল আগে ওই রান পেরিয়ে যায় স্বাগতিকরা।

দলকে ম্যাচ জিতিয়ে ৪২ বলে ৬২ রানে অপরাজিত থাকেন অ্যালেন। কনওয়ে ৪৬ বলে করেন ৪৯।

১৩১ রান তাড়ায় নেমে চার-ছয়ের পসরায় শুরুতেই খেলা একপেশে করে দেন কিউই ওপেনাররা। ডানহাতি আগ্রাসী ব্যাটার অ্যালেন তুলেন ঝড়। ৩১ বলে ছক্কা মেরে স্পর্শ করেন ফিফটি। ইনিংসে হাফ ডজন ছক্কা মেরেছেন তিনি। 

১৪তম ওভারে দলকে একদম জয়ের কিনারে নিয়ে শাদাব খানকে এগিয়ে মারতে গিয়ে স্টাম্পিং হয়ে ফেরেন তিনি। কেইন উইলিয়ামসনকে নিয়ে বাকিটা সহজেই সারেন কনওয়ে। 

সকালে টস জিতে ব্যাটিং বেছে বিপদে পড়ে পাকিস্তান। ছন্দে থাকা মোহাম্মদ রিজওয়ান ১৭ বলে ১৬ করে অফ স্পিনার মিচেল ব্রেসওয়েলের শিকার হন।

এই স্পিনারই পাকিস্তানকে নাজেহাল করে ছেড়েছেন পরে ২৩ বলে ২১ করা বাবর আজমকেও ফেরান তিনি। ৪ ওভার বল করে স্রেফ ১১ রান দিয়ে পান এই ২ উইকেট।

বাবরের আগেই শান মাসুদকে তুলে নেন মিচেল স্ট্যান্টনার। চারে নেমে ঝড় তুলতে পারেননি শাদাব। বাঁহাতি স্পিনে তাকেও ছাঁটেন স্যান্টনার।

ব্রেসওয়েলের বলে কট বিহাইন্ডে নাটকীয়ভাবে রিভিউতে বেঁচে যাওয়া হায়দার আলি জীবন কাজে লাগাতে পারেননি। কট বিহাইন্ডের আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেয় কিউইর। আল্ট্রা এজ প্রযুক্তিতে এজ দেখা গেলেও টিভি আম্পায়ার নন আউটের সিদ্ধান্ত দেন।

হায়দার খানিক পরই ইশ সোধির বলে ক্যাচ উঠিয়ে ফিরে যান। শেষ দিকে আসিফ আলি ২০ বলে ২৫ করলে কিছুটা পুঁজি পায় পাকিস্তান, যা দিয়ে মূলত লড়াই জমানো সম্ভব হয়নি।

নিউজিল্যান্ডের তিন স্পিনারই রেখেছেন মূল ভূমিকা। ব্রেসওয়েল ছিলেন সবার সেরা। তার পাশাপাশি ধারাবাহিকতা রেখে লেগ স্পিনার সোধি  ৪ ওভারে ২৩ রান দিয়ে নেন ১ উইকেট। স্যান্টনার ৪ ওভারে ২৭ রান খরচায় পান ২ উইকেট।

Comments

The Daily Star  | English
Dengue deaths in Bangladesh 2024

4 more die of dengue

660 patients were also hospitalised during this time

2h ago