বিসিসিআইয়ের সভাপতিত্ব ছাড়া নিয়ে যা বললেন সৌরভ

sourav ganguly
ছবি: এএফপি

বিজেপিতে যোগ দিতে অস্বীকৃতি জানানোতেই পদ হারাচ্ছেন সৌরভ গাঙ্গুলি, এমন অভিযোগে টালমাটাল ভারতীয় ক্রিকেট। গোটা বিষয়ে এতোদিন নিশ্চুপ ছিলেন 'প্রিন্স অফ কলকাতা'। তবে অবশেষে নিরবতা ভাঙলেন তিনি।

কলকাতায় একটি বেসরকারি ব্যাংকের অনুষ্ঠানে উপস্থিত হয়ে সৌরভ বলেন, 'আমি পাঁচ বছর বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়সেনের সভাপতি ছিলাম। বেশ কয়েক বছর বিসিসিআই সভাপতির দায়িত্বও সামলেছি। এতো বছর কাজ করার পর আপনাকে একদিন যেতেই হবে।'

দীর্ঘ ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ভারতের জার্সিতে অনেক অর্জনই রয়েছে সৌরভের। তার অধীনে টেস্ট ক্রিকেটে এক 'নতুন ভারতকে' দেখে ক্রিকেট বিশ্ব। বিদেশের মাটিতে তার অধিনায়কত্বেই সবচেয়ে বেশি সফল ভারত। তবে সৌরভ মনে করেন খেলোয়াড় অপেক্ষা প্রশাসক হিসেবে দলের উন্নতিতে অধিক ভূমিকা রাখার সুযোগ থাকে।

তিনি বলেন, 'একজন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে আপনাকে অনেক বেশি ভূমিকা রাখতে হবে এবং দলের ভালোর জন্য পরিবর্তন আনতে হবে। আমি খেলোয়াড় হিসেবে দীর্ঘদিন মাঠে কাটিয়েছি, আমি বিষয়গুলো বুঝি। একজন প্রশাসক হিসেবে আমি আমার সময়টা উপভোগ করেছি। তবে আমি কখনোই আজীবন খেলতে বা প্রশাসনে থাকতে পারবেন না।'

আগামী ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিসিআইয়ের নির্বাচন। সেদিনই নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ১৯৮৩ এর বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেটার রজার বিনি। এর আগে গত মঙ্গলবার মুম্বাইয়ে অনুষ্ঠিত বিসিসিআইয়ের সভায় ভারতের বিভিন্ন রাজ্যের কর্মকর্তারা সভাপতিসহ একাধিক পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন জমা দেন।

Comments

The Daily Star  | English
BNP demands national election by December 2025

BNP to sue election officials, CECs of last three polls

A three-member BNP team, led by its national executive committee member Salahuddin Khan, will file the complaint

2h ago